• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ফারিয়ার ‘খেলা হবে’, দুই বাংলায় উত্তাল (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২৩, ১৯:২০
নুসরাত ফারিয়া
‘খেলা হবে’ গানের দৃশ্যে নুসরাত ফারিয়া

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি ‘সুড়ঙ্গ’ সিনেমায় আইটেম গানে কোমর দুলিয়েছেন। এর রেশ কাটতে না কাটতেই এবার ‘খেলা হবে’ শিরেনামের গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।

ভারতীয় বাংলা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এতে আইটেম গানে নেচেছেন ফারিয়া। গানটি শুক্রবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন রাজ চক্রবর্তী। সেখানে দেখা যায় লাল ঘাগরায় মেনকা সেজে ঠুমকা লাগিয়েছেন এই অভিনেত্রী। তার সঙ্গে তাল মিলিয়েছেন গৌরব চক্রবর্তী। এর মধ্যেই আবার ‘দাবাং’ স্টাইলে এন্ট্রি নিয়েছেন অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়।

‘খেলা হবে’ গানের দৃশ্যে নুসরাত ফারিয়া

‘আয়লা, আমফান-এর থেকেও বড় তাণ্ডব হতে চলেছে!’ অনিমেষ দত্তর আগমনের বার্তা দিয়ে এ কথা লিখেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। হুঁশিয়ারি দিয়েছিলেন ‘ঝড় আসছে’ বলে। সেই ঝড় ‘আবার প্রলয়’-এর ট্রেলারে দর্শক অনুভব করেছেন। ২০১৩ সালে অনিমেষ দত্ত হয়ে বরুণ বিশ্বাসের খুনের তদন্ত করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এবার মারকাটারি মেজাজে সুন্দরবনে দেখা যাবে তাকে। রুখবেন নারী পাচার।

প্রসঙ্গত, শাশ্বত ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, জুন মালিয়া। ধর্মগুরু হিসেবে দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে। শুক্রবার (১১ আগস্ট) থেকে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে দেখা যাবে নতুন এই সিরিজ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেক খেয়ে বাচ্চাদের প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার দাবি, যা জানা গেল
প্রেমের টানে পাকিস্তানে গিয়ে ভারতীয় যুবক আটক
বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন নুসরাত ফারিয়া
২০২৫ সালে ‘শনিবারও স্কুল খোলা’ প্রসঙ্গে যা জানা গেল