• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

আরশের অনৈতিক ভাবনা বুঝে গেছি : চমক

  ০৯ আগস্ট ২০২৩, ১৫:২২
রুকাইয়া জাহান চমক
রুকাইয়া জাহান চমক

শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তরুণ টিভি অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। শুধু তাই নয়, শুটিং সেটে পুলিশ ডেকেছিলেন তিনি। ৪ আগস্ট রাজধানীর উত্তরায় একটি নাটকের শুটিং সেটে এ ঘটনা ঘটে। এ নিয়ে ডিরেক্টরস গিল্ডে লিখিত অভিযোগ করেছেন নাটকটির নির্মাতা। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে জোর চর্চা চলছে।

এ জটিলতায় যুক্ত হয়েছেন ছোট পর্দার অভিনেতা আরশ খান। চমকের দাবি— আরশ খান তার কাছে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু চেয়েছিল। অন্যদিকে আরশ বলছেন, এ সবই মিথ্যা বলছেন অভিনেত্রী চমক। তারা উভয়ই অভিনয়শিল্পী সংঘকে বিষয়টি অবগত করেছেন। এই পাল্টাপাল্টি অভিযোগের সত্যতা ও চলমান সংকট কোন পথে এগিয়ে যাচ্ছে? এসব নিয়ে আরটিভি নিউজের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী চমক।

আরটিভি : কেমন আছেন?
রুকাইয়া জাহান চমক : একটু অসুস্থ। কিন্তু কথা বলতে পারব সমস্যা নেই, আপনি বলুন...।

আরটিভি : আপনাদের চলমান দ্বন্দ্বের প্রেক্ষিতে সব অভিযোগ মিথ্যা বলেছেন আরশ। এ বিষয়ে কি বলবেন?
রুকাইয়া জাহান চমক : এটা তো তার (আরশ খান) ব্যক্তিগত মতামত। সে তো তার ব্যক্তিগত মতামত দিতেই পারে, অস্বীকারও করতে পারে। এখানে আমার তো কোনো মন্তব্য করা প্রয়োজন নেই। আমি আমার জায়গায় রাইট আছি।

আরটিভি : এই যে ব্যক্তিগত বিষয়টা বললেন! তো সেদিন তো শুটিং চলছিল, তাহলে আপনি কেন আপনার এবং আরশের ব্যক্তিগত বিষয় সবার কাছে তুলে ধরলেন?
রুকাইয়া জাহান চমক : ঘটনা তো শুটিং সেটে ঘটেছে। তাই শুটিং সেটেই যখন ঘটেছে তখন আমার কো-আর্টিস্ট হচ্ছে আরশ খান। আমি তো আর এমনি এমনি ব্যক্তিগত বিষয়টি তুলে ধরিনি। কারণ তো অবশ্যই ছিল, যার জন্য পুলিশ ডাকতে বাধ্য হয়েছিলাম।

আরটিভি : আসল কারণটা কী?
রুকাইয়া জাহান চমক : এর আগেও বলেছি আসল কারণ হচ্ছে আরশ আর আমার একটা বন্ধুত্ব ছিল, কিন্তু সে তার জায়গায় ঠিক থাকতে পারেনি। তার মধ্যে আমার প্রতি একটা সুপ্ত অনৈতিক কাজ করা পরিকল্পনা চলছিল। সেদিনের শুটিংয়ে এটা পরিষ্কার বুঝতে পেরেছিলাম। যার জন্য পুলিশ ডাকা।

আরটিভি : তারমানে আপনি বলতে চাচ্ছেন পুলিশ ডেকে এনেছেন অনৈতিক প্রস্তাবের কথা চিন্তা করে?
রুকাইয়া জাহান চমক : তা নয়তো কি? শুধু তাই না, আমাকে তো থ্রেট দেওয়া হয়েছে শুটিং স্পটে। ভয় পেয়েছিলাম খুব। এখন ধরুন আপনি একটা কাজে বের হয়েছেন, কিন্তু আপনার মনে একটা ভয় কাজ করছে যেকোনো ধরনের ক্ষতি হতে পারে আপনার। তখন আপনি কি করবেন? এই ভাবনাটাই আমার মধ্যে কাজ করেছে সেদিন। যার জন্য রিস্ক নিতে চাইনি, পুলিশের হেল্প নিয়েছি।

আরটিভি : তাহলে আরশ কিংবা অন্য যারা যা বলছে তা সবই মিথ্যা?
রুকাইয়া জাহান চমক : হ্যাঁ, অবশ্যই মিথ্যা। এটাতে আমি কোনো ছাড় দেব না। কারণ, এমনি এমনি এতো কিছু ঘটেনি। এতে আমারও খারাপ লাগছে যে একই ইন্ডাস্ট্রিতে কাজ করে পুলিশ আনতে হলো। আমি তো কম করে হলেও ১৫০ শুটিং হাউজে কাজ করেছি, কিন্তু কই কোনোদিন তো পুলিশ ডাকতে হয়নি। নিশ্চয়ই সেদিন যা ঘটেছে তার জন্য আমার পুলিশকেই সেভ মনে হয়েছে।

আরটিভি : ওখানে তো একজন সিনিয়র আর্টিস্ট ছিলেন। ওনার সঙ্গে নাকি আপনি চিৎকার, চেঁচামেচি করেছেন। এটা কি সত্য?
রুকাইয়া জাহান চমক : আগেও বলেছি এসব মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। কারণ, আমার ক্যারিয়ার নষ্ট করতে পেছনে মানুষ লেগেছে। সত্য এতোটুকুই, আমি চিৎকার করেছি, আমার সঙ্গেও করা হয়েছে। তো রাগ যখন দুই পক্ষেরই উঠে গেছে তখন তো সাউট হবেই, তাই না।

আরটিভি : তো এখন বিষয়টা নিয়ে কীভাবে নিষ্পত্তি করতে চাচ্ছেন?
রুকাইয়া জাহান চমক : অভিনয়শিল্পী সংঘ ও ডিরেক্টর গিল্ডকে তো সবাই জানিয়েছেন অভিযোগ। এখন ওনারা বিষয়টি খতিয়ে দেখবেন। তারপর যা সিদ্ধান্ত আসবে সেটার ওপর পরবর্তী চিন্তা করব। এখন সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আসলে কিছু বলা ঠিক হবে না।

আরটিভি : কবে নাগাদ সিদ্ধান্ত নেবেন বা আপনার বসবেন বলে জানিয়েছে সংগঠন?
রুকাইয়া জাহান চমক : এখনও আমাকে কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি। জানালে আপনারা জানতে পারবেন।

আরটিভি : তাহলে এখন শুটিং থেকে বিরতি?
রুকাইয়া জাহান চমক : একটু অসুস্থ, তাই রেস্ট নিচ্ছি। কিন্তু টিভিসি (বিজ্ঞাপনের শুটিং আছে সামনে। নাটকও আছে, কাজ নিয়েই আছি।

আরটিভি : ধন্যবাদ আপনাকে অসুস্থ সময়ে কথা বলার জন্য।
রুকাইয়া জাহান চমক : কোনো সমস্যা নেই। যেকোনো সময়ে কল করতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন চমক
আপনি সবকিছু পাবেন যদি আপনি মনে থেকে চেয়ে থাকেন: চমক
বিটিভির প্রিভিউ কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন আরশ
‘প্যাকেজ প্রিভিউ কমিটি’তে জায়গা পাওয়া নিয়ে সমালোচনা, মুখ খুললেন আরশ খান