ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

একক অ্যালবাম নিয়ে আসছেন বিটিএসের ভি

বিনোদন ডেস্ক

রোববার, ১৩ আগস্ট ২০২৩ , ১১:১২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য আরএম, জিমিন, সুগা ও জাংকুক ইতোমধ্যেই একক অ্যালবাম প্রকাশ করেছেন। এবার এই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন ব্যান্ডটির আরেক সদস্য কিম তাই-হিউং, যিনি শ্রোতাদের কাছে ভি নামেই পরিচিত। তার একক গানের খবর নিয়ে কিছু দিন ধরেই আলোচনা হচ্ছে। অবশেষে ভি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে জানালেন অ্যালবামটির নাম।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (৮ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন ভি। যেখানে তিনটি বক্স দেখা যাচ্ছে। সেই বক্সের মধ্যেই লেখা রয়েছে তার অ্যালবামের নাম ‘লেওভার’। ছবির ক্যাপশনে এই পপ তারকা লিখেছেন, ‘তোমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এগুলো আমি প্রত্যেকটি বাড়িতে পাঠাচ্ছি।’

এই অ্যালবামে মোট ছয়টি গান থাকছে। এগুলো হলো- ‘রেইনি ডেইস’, ‘ব্লু’, ‘লাভ মি এগেইন’, ‘স্লো ড্যান্সিং’, ‘ফর আস’; অন্য গানটির শিরোনাম এখনও চূড়ান্ত করা হয়নি। অ্যালবামটি প্রকাশ হবে আগামী ৮ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

এটি ভি’র প্রথম একক অ্যালবাম হলেও তার একক গান এবারই প্রথম নয়। এর আগে ‘ক্রিসমাস ট্রি’ শিরোনামে একটি একক গান প্রকাশ করেছেন তিনি। ২০২১ সালের ফেস্টিভ হলিডে মৌসুমে সেরা ১০০ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল তার গান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |