ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সোনম কাপুরকে নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন বাহুবলি অভিনেতা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ আগস্ট ২০২৩ , ০৮:৪২ পিএম


loading/img

বাহুবলি খ্যাত দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রানা দগ্গুবতী। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। সম্প্রতি এক বেফাঁস মন্তব্যের জন্য বলিউড অভিনেত্রী সোনম কাপুরের কাছে ক্ষমা চেয়েছেন তিনি, যার সঙ্গে জড়িয়ে আছেন মালায়ালাম অভিনেতা দুলকার সালমানও। 

বিজ্ঞাপন

সম্প্রতি হায়দাবাদে এক অনুষ্ঠানে রানা বলেন, হিন্দি সিনেমার এক নায়িকা শুটিং সেটে দুলকারের সময় নষ্ট করেছিলেন। স্বভাবতই ধারণা করা হয়, রানা সোনম কাপুরের কথা বলেছেন। কারণ ‘দ্য জয়া ফ্যাক্টর’ ছবিতে একসঙ্গে কাজ করেন দুলকার ও সোনাম কাপুর।

এ নিয়ে শোরগোল উঠতেই এক টুইট বার্তায় রানা বলেন, আমার মন্তব্যের কারণে সোনমকে লক্ষ্য করে যে নেতিবাচকতা তৈরি করা হয়েছে তাতে আমি উদ্বিগ্ন। মন্তব্যগুলো সম্পূর্ণ মিথ্যা ও আমার বক্তব্যকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বন্ধু হিসেবে আমরা মজা করে অনেক কিছু বলি। তবে আমি গভীরভাবে দুঃখিত যে আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

এ জন্য রানা সোনম ও দুলকারের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, আমি দুজনকেই আমি অত্যন্ত সম্মান করি। আশা করি, সব ভুল বোঝাবুঝির অবসান হবে।

এ পর্যন্ত দুলকার সালমান বলিউডে তিনটি সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে ২০১৯ এ মুক্তি পায় দ্য জোয়া ফ্যাক্টর, এরপর ‘গানস অ্যান্ড গোলাবস’ ও ‘কিং অব কথা’ সিনেমায় দেখা যায় তাকে। সামনে দুলকারকে সঙ্গে ‘কাঁথা’ সিনেমাটি নির্মাণ করবেন রানা দগ্গুবতী। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |