ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

রাজের মাথা ফাটাল কে, প্রশ্ন নেটিজেনদের

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৯ আগস্ট ২০২৩ , ০৪:৫২ পিএম


loading/img
ফাইল ছবি

আলোচিত তারকা দম্পতি রাজ-পরীর ব্যক্তিগত সমস্যার যেন কিছুতেই সমাপ্তি ঘটছে না। কয়েক মাস আলাদা থাকার পর মান-অভিমান ভুলে বৃহস্পতিবার আবার তারা মিলে গেছেন, একসঙ্গে থেকেছেন। কিন্তু একরাত না-যেতে এমন কী হলো, যে দুজনকে হাসপাতালে ভর্তি হতে হলো।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ আগস্ট) মধ্যরাতে খবর আসে, গুরুতর জখম হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। অন্যদিকে পরীমনি জ্বরে ভুগছেন। 

বিজ্ঞাপন

সূত্রের বরাতে জানা গেছে, রাজের মাথা ফেটে গেছে। অনেক রক্তক্ষরণও হয়েছে তার। ফলে বার বার অভিনেতার জ্ঞান যাওয়া-আসার মধ্যে রয়েছে।

তবে কখন, কোথায় এবং কীভাবে মাথা ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, তা কেউ-ই বলতে পারেননি। রাজের রক্তাক্ত মাথার স্থিরচিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য। প্রশ্ন উঠছে, রাজের মাথা ফাটল কীভাবে? কে ফাটাল মাথা?

বিজ্ঞাপন

এর আগে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমণি। শুক্রবার সন্ধ্যায় জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। 

তার আগে ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কিছু স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, নিজেদের মধ্যকার মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর এক ছাদের নিচে ফিরছেন পরীমণি ও রাজ। তবে এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |