ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ভেঙেই গেল লিভ-ইনের পর অভিনেত্রী সোহিনীর প্রেম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩০ আগস্ট ২০২৩ , ০৭:৫৩ পিএম


loading/img
সোহিনী সরকার ও রণজয় বিষ্ণু

ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। বর্তমানে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরেই লিভ-ইন সম্পর্কে আছেন তারা। তবে গুঞ্জন উঠেছে মিডিয়া পাড়ায় ভেঙে গেছে এ জুটির ৩ বছরের প্রেম।

বিজ্ঞাপন

গত বছরের এপ্রিলের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এ জুটির ৩ বছরের প্রেম। তারপর কয়েক মাস কেটে যাওয়ার পরও প্রেম নিয়ে আর টুঁ শব্দও হয়নি। কিন্তু এসব গুঞ্জন উড়িয়ে, একসঙ্গে থাকার কথা জানান দেন এই যুগল। কিন্তু সর্বশেষ ভেঙেই গেলো রণজয়-সোহিনীর প্রেম।

মূলত, মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল থেকে জোর গুঞ্জন উড়ছে রণজয়-সোহিনীর সম্পর্ক ভেঙে গেছে। আর এ জন্য তৃতীয় ব্যক্তি দায়ী। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এক টিভি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণে এই ভাঙন। খবরটি ছড়িয়ে পড়ার পর মুখে কুলুপ আঁটেন রণজয়-সোহিনী। অবশেষে ভাঙনের খবর নিশ্চিত করে নীরবতা ভাঙলেন রণজয়।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে রণজয় বলেন, সোহিনীর সঙ্গে বিচ্ছেদের আগে বা পরে অন্য কোনও সম্পর্কে জড়াইনি, যা রটেছে, তা মিথ্যা। ছোট পর্দার অভিনেত্রীর সঙ্গে নাকি আমার সম্পর্ক হয়েছে। সবাই কীসের ভিত্তিতে এসব কথা বলছেন? মানুষ আসলে দুয়ে দুয়ে চার করতে ভালোবাসেন। বিচ্ছেদ মানেই যেন তৃতীয় ব্যক্তির আগমন। আমি আপাতত নিজের বিষয়ে বলতে পারি, এ রকম কিছুই ঘটেনি।

প্রসঙ্গত, রণজয়-সোহিনীর বন্ধুত্বের শুরু ২০১৩ সালে। দার্জিলিংয়ের রাস্তায় বিছুটি পাতা দিয়ে নায়িকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন রণজয়। সেখানে শুটিংয়ের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন সোহিনী। তখন তার পুরো দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েছিলেন রণজয়। আর এ কারণেই তাকে না ভালোবেসে থাকতে পারেননি এই নায়িকা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |