ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

শুটিংয়ে ঢুকে গেল অজগর সাপ! (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ০৫:৪১ পিএম


loading/img

প্রায় সময়ই শুটিংয়ে দৃশ্যের প্রয়োজনে আনা হয়ে থাকে নানা প্রজাতির প্রাণী। সেসব নিয়ে কম হইচই হয় না। প্রায় সময়ই খবরের শিরোনামও হয়ে থাকে।

বিজ্ঞাপন

এবার যেন ঠিক মেঘ না চাইতে বৃষ্টির মতো ঘটনা। শুটিং সেটে চলে আসলো মস্ত বড় অজগর সাপ। এ নিয়ে ব্যাপক ভয়ে ছিল শুটিংয়ে থাকা অভিনয়শিল্পী থেকে শুরু করে ইউনিটের সবাই।

সম্প্রতি ভারতের উত্তরবঙ্গে সিনেমা ‘প্রধান’র শুটিং সেটে এমন কাণ্ড ঘটেছে। যেখানে ছিলেন টালিউডের দেব-সোহমের মতো অভিনয়শিল্পীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা বিশ্বনাথ। 

বিজ্ঞাপন

ভক্তদের তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা নাগাদ ইউনিটের সদস্যদের চিৎকার শোনা যায়। সবাই গিয়ে দেখে অজগর সাপ। পরে সাপটি ধরা হয়েছে। যা দেখলাম, সেটা শুধু চিড়িয়াখানা বা টিভির পর্দায় দেখা যায়।

সেই শুটিং সেটে ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। সাপটি ধরার পর তিনি ছবি তুলেছেন। নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, সুপ্রভাত। আজকের সকালের প্রধান আকর্ষণ।

বিজ্ঞাপন

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সাপটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। সাপটি ধরার পর বন বিভাগের কর্মকর্তাদের খবর দিলে তারা এসে নিয়ে যায়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |