ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

অজগরকে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার), আরটিভি নিউজ

রোববার, ২৩ জুন ২০২৪ , ০৬:৩২ পিএম


loading/img
ছবি : আরটিভি

অজগর সাপকে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পড়েছেন শ্রীমঙ্গলের কালাপুর এলাকার স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

রোববার (২৩ জুন) শ্রীমঙ্গল কালাপুর আনসার ক্যাম্পের পাশে একটি বাড়িতে অজগর সাপ উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটিকে উদ্ধার করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রোববার শ্রীমঙ্গল কালাপুর আনসার ক্যাম্পের পাশে একটি বাড়িতে অজগর সাপ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে এলাকার লোকজন সাপটিকে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বন বিভাগের এফজি সুব্রত সরকারকে সঙ্গে নিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। 

এ বিষয়ে স্বপন দেব সজল বলেন, ‘সাপটির ওজন ১২ কেজি। এটি রাসেলস ভাইপার সাপ নয়। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি একটি অজগর সাপ।’ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |