ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

প্রথমবার ভারতে ‘ক্রাচের কর্নেল’

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭ , ০৫:১৮ পিএম


loading/img

প্রথমবার ভারতে মঞ্চস্থ হতে যাচ্ছে বটতলার নাটক ‘ক্রাচের কর্নেল’। আগামী ২৮ অক্টোবর জলপাইগুড়িতে ‘ফ্রেন্ডস ড্রামাটিক ক্লাব’র আয়োজনে এবং ২৯ অক্টোবর কোচবিহার থিয়েটার ফেস্টিভ্যালে নাটকটির প্রদর্শনী হবে।

বিজ্ঞাপন

বটতলার ক্রিয়েটিভ ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার আরটিভি অনলাইনকে বলেন, এই নাটকটি ঢাকা ও বিভিন্ন জেলা শহরে মঞ্চস্থ হয়েছে। কিন্তু ভারতে এবারই প্রথম মঞ্চস্থ হবে। ২৮ ও ২৯ অক্টোবর জলপাইগুড়ি এবং কোচবিহারে নাটকটির প্রদর্শনী হবে। এছাড়া ২৯ নভেম্বর বহররমপুর রঙ্গাশ্রম আয়োজিত নাট্যোৎসবে নাটকটি মঞ্চস্থ হবে।

বটতলা সূত্রে জানা গেছে, আগামী ২৭ অক্টোবর রাতে ২০ সদস্যের দল নিয়ে ভারতে যাবে বটতলা। সেখানে দুটি প্রদর্শনীর পর ফিরে আসবে। পরবর্তীতে আবার নভেম্বরের শেষ সপ্তাহে ভারতে যাবে দলটি।

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ কর্নেল আবু তাহেরের জীবনীভিত্তিক উপন্যাস ‘ক্রাচের কর্নেল’ লিখেছেন শাহাদুজ্জামান। নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। ২০১৬ সালের ডিসেম্বরে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভূঁইয়া, বাকীরুল ইসলাম, পংকজ মজুমদার, ইভান রিয়াজ, ম. সাঈদ, নাফিজ বিন্দু, সবুজ সরকার, মনজুরুল ইসলাম রনি, গোলাম মাহবুব মাসুম, নাফিউল আহমেদ।

পোশাক পরিকল্পনা করেছেন হুমায়রা আখতার, কোরিওগ্রাফি করেছেন সামিনা লুৎফা নিত্রা, আলোকসজ্জা করেছেন খালিদ মাহমুদ সেজান। এছাড়া আবহসঙ্গীত পরিকল্পনা করেছেন পিন্টু ঘোষ।

বিজ্ঞাপন

পিআর/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |