ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

কেন রেগে গিয়ে ভিকির সঙ্গে বিয়ে বাতিল করতে চেয়েছিলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ , ০১:৩৫ পিএম


loading/img
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

বলিউডের জনপ্রিয় তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ৯ ডিসেম্বর জমকালো আয়োজনেই গাঁটছড়া বাঁধেন এই তারকা দম্পতি। তবে বিয়ের দুদিন আগে হঠাৎ রেগে গিয়ে বিয়ে ক্যানসেল করতে চেয়েছিলেন ক্যাটরিনা। এমনকি বিয়ে করার দরকার নেই বলেও জানিয়ে দিয়েছিলেন ভিকিকে।      

বিজ্ঞাপন

বিয়ের আগ পর্যন্ত লম্বা একটা সময় প্রেমের সম্পর্কে ছিলে ভিকি-ক্যাটরিনা। কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তারা। এমনকি একসঙ্গে প্রকাশ্যে খুব একটা দেখাও যেত না তাদেরকে। শেষমেশ ভারতের রাজস্থানে রাজকীয়ভাবে সাতপাকে ঘোরেন এই তারকা দম্পতি। 

তবে বিয়ের দুদিন আগে কী কারণে নিজের মত বদলে ছিলেন ক্যাটরিনা? এমন প্রশ্ন রহস্যের দানা বেঁধেছে ভক্তদের মনে। 

বিজ্ঞাপন

জানা গেছে, বিয়ের দুদিন আগে ‘জারা হাটকে জারা বাঁচকে’ সিনেমার নির্মাতারা ভিকিকে শুটিংয়ে আসার জন্য ব্যাপক জোরাজুরি শুরু করেন। কিন্তু ক্যাটরিনা বেঁকে বসেন। 

অভিনেত্রী কোনোভাবেই চাননি যে, বিয়ের দুদিন আগে ভিকি কোনো সিনেমার শুটিং করুক। ভিকিকে অভিনেত্রী বলেন, বিয়ের দুদিন আগে যদি শুটিংয়ে যাও, তাহলে এখন বিয়েটা করার দরকার নেই।  

ক্যাটরিনার এমন অভিমান দেখে ভিকিও আর কোনো কথা বাড়াননি। একেবারে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার পরেই সারা আলি খানের সঙ্গে ‘জারা হাটকে জারা বাঁচকে’ সিনেমার বাকি শুটিং শেষ করেন। 

বিজ্ঞাপন

সূত্র : আনন্দবাজার 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |