ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

পরীমণির নানার মিলাদ মাহফিল আজ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৬ নভেম্বর ২০২৩ , ১০:২৬ এএম


loading/img
পরীমণি ও তার নানা শামসুল হক গাজী

বাবা-মা মারা যাওয়ার পর নানাই ছিল চিত্রনায়িকা পরীমণির একমাত্র আপনজন। ছোটবেলা থেকে পরম আদরে তাকে বড় করে তোলেন এই নানাই। গত ২৩ নভেম্বর আদরের নাতনিকে একা করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পরীমণির নানা। অভিনেত্রীর নানার মিলাদ মাহফিল রোববার (২৬ নভেম্বর)।  

বিজ্ঞাপন

কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব পরীমণি। প্রায় সময়ই নিজের নানান মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। প্রিয় নানার মিলাদ মাহফিলের আয়োজনের ভিডিও শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।   

এ দিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে নানার মিলাদ মাহফিলের একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, মিলাদে আজ নানুর পছন্দের পায়েস বানানো হচ্ছে। নানু আমাকে আর পায়েস করতে বলবে নাহ। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি কালো হার্ট ইমোজি। 

বিজ্ঞাপন

পরীমণির ফেসবুক থেকে নেওয়া

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নীল আকাশের নিচে সকালের মিষ্টি রোদের ঝলকানি এসে পড়েছে পরীমণির নানার কবরে। আর মিলাদ মাহফিলের আয়োজনে তার পছন্দের পায়েশ রান্না করছেন বাবুর্চিরা।   

পরীমণি ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে ২৪ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। 

বিজ্ঞাপন

বেশ কিছুদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গত ২৩ নভেম্বর মারা যান তিনি। 

রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে একমাত্র সন্তান রাজ্য আর নানাকে নিয়েই ছিল পরীমণির সংসার। দুজনকে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিলেন এই নায়িকা। এর মাঝেই তাকে একা করে দিয়ে চলে গেলেন তিনি।        

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |