ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ইকবালের শুটিং সেটে কুকুরের কামড়ে আহত অভিনেতা

বিনোদন ডেস্ক

রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩ , ১০:৪৩ এএম


loading/img
ছবি : সংগৃহীত

মো. ইকবালের নতুন সিনেমা ‘ডেডবডি’র শেষ লটের শুটিং সেটে কুকুরের কামড়ে আহত হয়েছেন অভিনেতা জাদু আজাদ। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি বাসায় আছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীতে শুটিংয়ের সময় ঘটেছে এ ঘটনা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রযোজক ও পরিচালক মো. ইকবাল।


অভিনেতা জাদু আজাদ সংবাদমাধ্যমকে বলেন, সিনেমায় এ রকম একটা দৃশ্য ছিল যে পুলিশ ধাওয়া দিলে পালাব আমি। দু’বার শর্ট দেয়ার পরও সেটি হচ্ছিল না। তৃতীয়বার শর্ট দেয়ার সময় একটি কুকুর এসে কামড় দিয়েছে আমায়। কুকুরটি মনে হয় আমাকে আসামি ভেবে কামড় দিয়েছে। আর এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি।

বিজ্ঞাপন


প্রসঙ্গত, ‘ডেডবডি’ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু ও কলকাতার মডেল অন্বেষা রায় অ্যানিসহ আরও অনেকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |