ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আইসিইউতে বলিউড অভিনেতা শ্রেয়স

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ , ০১:২২ পিএম


loading/img
শ্রেয়স তলপাড়ে

হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপাড়ে। বর্তমানে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির বেলভিউ হাসপাতালে আইসিইউতে রয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় হার্ট অ্যাটাক হয় তার।

বিজ্ঞাপন

জানা গেছে,  শ্রেয়সের এনজিওপ্লাস্টি করা হয়েছে। বর্তমানে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 

শ্রেয়সের পরিবারের এক সদস্য ভারতীয় গণমাধ্যমে বলেন, শ্রেয়স সুস্থ হয়ে উঠছেন। আমরা আপনাদেরকে আমাদের প্রাইভেসি রক্ষার অনুরোধ করছি। 

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র হতে জানা গেছে, বৃহস্পতিবার সারাদিন শুটিং করেন শ্রেয়স। সারাদিন বেশ ভালোই ছিলেন তিনি। বেশ কিছু অ্যাকশন দৃশ্যেরও শুটিং করেছেন এই অভিনেতা। 

কিন্তু শুটিং শেষে বাড়ি ফিরে শ্রেয়স স্ত্রীকে বলেন, ভীষণ অস্বস্তি হচ্ছে তার। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান অভিনেতার স্ত্রী। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, শ্রেয়স হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

শ্রেয়স হিন্দি এবং মারাঠি ভাষার সিনেমায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসেও ব্যাপক সাড়া ফেলেছেন। 

বিজ্ঞাপন

দুই দশকের অভিনয় ক্যারিয়ারে ৪৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন শ্রেয়স। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো, ‘ওম শান্তি ওম’, ‘গোলমাল রিটার্নস’, ‘হাউসফুল টু’ প্রভৃতি। 

সূত্র : নিউজ১৮ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |