ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

হবু স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী স্বাগতা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ , ০৭:১৭ পিএম


loading/img
ছবি সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। প্রথম স্বামী চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর বছরখানেক একা থাকার পর আবারও সংসারী হওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই অনুযায়ীই তার হবু বরের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

স্বাগতার হবু বর লন্ডনপ্রবাসী। নাম হাসান আজাদ। ঢাকার একটি ক্লাবে তার সঙ্গে পরিচয় হয় স্বাগতার। আজাদের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন চেনাজানার পর হাসানকে জীবনসঙ্গী করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আসন্ন বছরে স্বাগতা ও হাসানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।  

স্বাগতা বলেন, গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে এক বান্ধবী আমাকে ঢাকার একটি ক্লাবে নিয়ে যায়। ওখানে আমরা হ্যাংআউট করতে গিয়েছিলাম। আমার বান্ধবীর এক বন্ধু ছিল হাসানের কাজিন। হাসানও ছিল ওখানে। এরপর অনেক দিন দেখা হয়নি আমাদের। পরে নভেম্বরে আবারও দেখা হয়। তখন বুঝতে পারি, তিনি আমার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। এরপর ভাবলাম, না ঠিক আছে। তবে বান্ধবীর কিন্তু মোটেও উদ্দেশ্য ছিল না হাসানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

বিজ্ঞাপন

স্বাগতা জানান, হাসানের মা মাস চারেক আগে মারা গেছেন। বাবা আরও আগে মারা যান। হাসান কিন্তু প্রথমে জানত না, আমি সেলিব্রিটি। ওর আমাকে এমনিতে পছন্দ হয়েছে। 

স্বাগতা আরও বলেন, আমি মনে মনে ঠিকঠাক একজন জীবনসঙ্গী খুঁজছিলাম। এমন কেউ, যার সঙ্গে বাকিটা জীবন পার করে দেওয়া যায়। এমন সময় ওর সঙ্গে পরিচয়। ভাবলাম—দেখি যদি মনের মিল হয়। ও গান লেখে, সুর করে, মিউজিক কম্পোজ করে, আমি গাই। মিউজিক আমাদের বেঁধে ফেলল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |