ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

শোবিজে বেড়েছে বিয়ে, কমেছে বিচ্ছেদ

আরটিভি নিউজ

রোববার, ২৪ ডিসেম্বর ২০২৩ , ০৩:১১ পিএম


loading/img
ছবি সংগৃহীত

বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৩। দরজায় কড়া নাড়ছে নতুন বছর ২০২৪। শোবিজ জগতের জন্য বছরটি ছিল বেশ ঘটনাবহুল। কাজ কিংবা ব্যক্তিগত জীবনের নানা ঘটনা দিয়ে অনেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন। এ বছর বিয়ের খবর দিয়েছেন বিনোদন অঙ্গনের প্রায় ১০ জনের বেশি তারকা। তবে গত দুই বছরের চেয়ে কিছুটা কমেছে বিনোদন অঙ্গনের বিচ্ছেদের হার। বলা যেতেই পারে বিদায়ী বছরে শোবিজে বেড়েছে বিয়ে ও কমেছে বিচ্ছেদের পরিমাণ। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ইমরান মাহমুদুল

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। চলতি বছরের ২৪ মে বিয়ে করেছেন এই গায়ক। মেহের আয়াত জেরিনের সঙ্গে তিনি পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

তাসনিয়া ফারিণ

বিজ্ঞাপন

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নতুন নতুন কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে তার। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজেও বেশ সর্ব তিনি। আলোচিত এই অভিনেত্রী ১১ আগস্ট তার ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন। পাত্রের নাম শেখ রেজওয়ান। তিনি দেশের বাইরে একাটি কোম্পানিতে কর্মরত আছেন। ১৪ আগস্ট বিয়ের খবর জানান তাসনিয়া ফারিণ। সাড়ে আট বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর ১১ আগস্ট বিয়ে করেছেন তিনি।

 

সালমান মুক্তাদির

দেশের আলোচিত-সমালোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন গত ৩০ এপ্রিল। সালমানের স্ত্রীর নাম দিশা ইসলাম। তিনি দুই সন্তানের জননী। 

 

ফাতেমা তুয যাহরা ঐশী

আরেফিন জিলানী সাকিবকে বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। ২ জুন রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়। আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর ২ এপ্রিল আংটি বদল হয় ঐশী ও জিলানির। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী এখন চিকিৎসক। অন্যদিকে, জিলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ওষুধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।

চাষী আলম

ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্যতম জনপ্রিয় অভিনেতা চাষী আলম। ‘ব্যাচেলর পয়েন্ট’ এ ব্যাচেলর থাকলেও বাস্তব জীবনে তিনি বিয়ে করেছেন  চলতি বছরের ২৫ আগস্ট। চাষী আলমের স্ত্রীর নাম তুলতুল। তিনি ঢাকার মেয়ে। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

অবন্তি সিঁথি

১৫ ডিসেম্বর হঠাৎ করেই বিয়ের বিয়ের ঘোষণা দেন ‘শিসকন্যা’ অবন্তি সিঁথি। তার ঢাকার মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অবন্তির কাছের মানুষ এবং দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। অবন্তি সিঁথির বর অমিত দে লন্ডনপ্রবাসী, সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। শখের বশে গানও করেন। গানের সূত্রের দুজনের পরিচয়।

মাহমুদুর রহমান হিমি

হুট করেই বিয়ের খবর দেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমি। গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের একটি কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কনের নাম সিলিয়া চৌধুরী। বিজিএমই বিশ্ববিদ্যালয় অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন হিমির স্ত্রী সিলিয়া।

নাভেদ পারভেজ

দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজ বিয়ে করেছেন ১০ মার্চ। ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ফারহানা হোসেন বিন্তির সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। বিন্তি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

জিয়াউল রোশান

তিনবছর আগে বিয়ে করলেও চলতি বছরের ১০ মে বিয়ের খবর প্রকাশ্যে আনেন জিয়াউল রোশান। অভিনেতার স্ত্রীর নাম তাহসিন এশা। পাঁচ বছর প্রেম করেছেন এ জুটি। রোশান জানান, ২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা।

ফারিয়া শাহরিন

অভিনেত্রী ফারিয়া শাহরিনের দুই বছর আগে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয়। ৭ জুলাই বিয়ে কথা জানালেও তিনি কবে বিয়ে করেছেন তা জানাননি।

বিচ্ছেদ 

রাজ-পরী

২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ-পরীমণির পরিচয় ও প্রেম হয়। ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর দিন ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। এক বছরের মাথায় চলতি বছর শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হেটেছেন পরীমণি। নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় ১৮ সেপ্টেম্বর এই অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠান। ইতোপূর্বে রাজ-পরী দম্পতির বেশ কয়েক দফায় বিচ্ছেদের খবর আসে।

এসআই টুটুল-তানিয়া

১৯৯৯ সালের ১৯ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন টুটুল-তানিয়া। শোবিজে সংসার ভাঙার হিড়িকে তারা সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন। শেষ ৫ বছর আলাদা ছিলেন তারা। কিন্তু হঠাৎ করেই ৪ জুলাই দ্বিতীয় বিয়ে এসআই টুটুর তার দ্বিতীয় বিয়ের খবর জানান। এরপর টুটুল-তানিয়ার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।

মাইনুল আহসান নোবেল

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিল মাহমুদকে বিয়ে করেন মাইনুল আহসান নোবেল। কিন্তু মাদকাসক্ত ও নির্যাতনের অভিযোগ তুলে মে মাসের প্রথম সপ্তাহে নোবেলকে তালাক দেন সালসাবিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |