ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সালতামামি ২০২৩

বিদায়ী বছরে বলিউডের যত আলোচিত সিনেমা

হুমাইরা সিদ্দিকা

বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ , ০৬:৪৮ পিএম


loading/img
বিদায়ী বছরে বলিউডের যত আলোচিত সিনেমা

আর মাত্র কয়েকদিন পরেই নতুন বছর শুরু হতে যাচ্ছে। পুরো বছর জুড়েই  শোবিজ দুনিয়া ভরপুর ছিল বিভিন্ন সিনেমা কিংবা ওয়েবফিল্ম দিয়ে। চলতি বছর আলোচনায় ছিল বেশ কয়েকটি সিনেমা।    

বিজ্ঞাপন

চলতি বছরের আলোচিত সিনেমাগুলো হচ্ছে— পাঠান, আ্যানিমেল, ডানকি, জাওয়ান, সালার, টাইগার থ্রি ও আদি পুরুষ। 

পাঠান 

বিজ্ঞাপন

দীর্ঘ চার বছর পর বিরতি থেকে ফিরেই ‘পাঠান’ সিনেমা দিয়ে বক্সঅফিসে ঝড় তুলেছিলেন শাহরুখ খান। চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ এটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমায় ভিলেন রূপে দেখা যাবে জন আব্রাহামকে এবং ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান। মুক্তির পরেই বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে সিনেমাটি। 

জাওয়ান

চলতি বছর ‘পাঠান’ মুক্তির পর বক্সঅফিসে ঝড় তোলে শাহরুখের ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর মুক্তিপায় সিনেমাটি। ‘জওয়ান’ নির্মাণ করেছেন অ্যাটলি। এতে সিনেমায় শাহরুখ ছাড়া আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় থালাপতি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে!

বিজ্ঞাপন

ডানকি

চলতি বছরে একের পর এক চমক দিচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। বছরের বছর শেষেও ‘ডানকি’ সিনেমা দিয়ে বাজিমাত করলেন এই সুপারস্টার। রাজকুমার হিরানি নির্মিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে বিশ্বব্যাপী মুক্তি পায় গত ২১ ডিসেম্বর। এতে শাহরুখ ছাড়া আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, বোমান ইরানি এবং ভিকি কৌশল।

আ্যানিমেল

গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। এটি নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। মুক্তির পরই বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি। প্রায় ২০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে রণবীরের ‘অ্যানিমেল’। সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।  

সালার 

দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত সিনেমা ‘সালার’ মুক্তি পায় গত ২২ ডিসেম্বর। মুক্তির পর বক্সঅফিস মাতানোর পাশাপাশি শাহরুখকেও টপকে যায় সিনেমাটি। প্রভাসকে এর আগে অ্যাকশন অবতারে দেখা গেলেও এবার যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। ধুন্ধুমার অ্যাকশন আর ক্ষমতা গ্রহণ, বন্ধুত্ব রক্ষায় সবচেয়ে হিংস্রতম লুকেই ধরা দিয়েছেন এই অভিনেতা। ‘সালার’-এ প্রভাস ছাড়াও শ্রুতি হাসান, জগপতি বাবু, ঈশ্বরী রাও এবং শ্রিয়া রেড্ডির মতো তারকারা। 

টাইগার থ্রি

টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার থ্রি’। গত ১২ নভেম্বর সালমান খান অভিনীত এই সিনেমাটি মুক্তি পায়। টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার থ্রি’। রোববার (১২ নভেম্বর) সালমান খান অভিনীত এই সিনেমাটি মুক্তি পায়। ২০১২ সালে প্রথম মুক্তি পায় জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘এক থা টাইগার’। ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। দুটি সিনেমাই দারুণ ব্যবসা করেছিল বক্স অফিসে।

আদি পুরুষ

চলতি বছরের ১৬ জুন মুক্তি পায় ওম রাউত নির্মিত এবং প্রভাস অভিনীত সিনেমা  ‘আদিপুরুষ’। ট্রিজার প্রকাশের পর থেকেই একের পর এক সমালোচনার জন্ম দিয়ে আসছিল ‘আদিপুরুষ’। প্রভাস ছাড়া এতে আরও অভিনয় করেছেন কৃতী শ্যানন, সাইফ আলি খান, সানি সিংহ, দেবদত্ত নাগও প্রমুখ।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |