• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

প্রাক্তন ও বর্তমান প্রেমিককে নিয়ে অভিনেত্রীর পার্টি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২৪, ১৬:১৭
প্রাক্তন ও বর্তমান প্রেমিককে নিয়ে অভিনেত্রীর পার্টি
প্রাক্তন ও বর্তমান প্রেমিককে নিয়ে অভিনেত্রীর পার্টি

বর্তমানে খুব একটা নিয়মিত নন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। সম্প্রতি বিরতি ভেঙে ফের কাজ শুরু করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন নার্গিস। তবে দীর্ঘ ৫ বছরের সম্পর্কে ইতি টানেন এই অভিনেত্রী।

কিছুদিন আগেই নতুন করে প্রেমে পড়ার কথা জানান নার্গিস। এবার টনি বেগের প্রেমে মজেছেন তিনি। এবার প্রাক্তন প্রেমিক উদয় ও বর্তমান প্রেমিক টনিকে নিয়ে পার্টি করলেন নার্গিস।

জানা গেছে, নতুন বছর উদযাপন উপলক্ষে দুবাইতে পার্টি করেছেন নার্গিস। এতে অংশ নেন, উদয় চোপড়া, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান ও তার প্রেমিক আর্সলান গনি।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পার্টির বেশ কিছু ছবি শেয়ার করেছেন আর্সলান। পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটিতে দেখা যায়। নার্গিস ফাখরিকে জড়িয়ে ধরে আছেন অভিনেত্রীর প্রেমিক টনি।

আর তার পেছনেই শ্যাম্পেইনের গ্লাস হাতে দাঁড়িয়ে উদয় চোপড়া। এছাড়াও আরও বেশ কিছু ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

নতুন প্রেম সম্পর্কে ভারতীয় গণমাধ্যমে নার্গিস বলেন, এ বিষয়ে আমি বিস্তারিত জানাতে চাই না। তবে হ্যাঁ, আমার জীবনে কেউ একজন আছে। তাকে নিয়ে আমি খুবই সুখী।

প্রসঙ্গত, ভারতের কাশ্মীরে জন্ম নেন টনি। তবে বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। টনি পেশায় একজন ব্যবসায়ী। কিন্তু তার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে কখনও মুখ খুলেননি নার্গিস।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুনের অভিযোগে বোন গ্রেপ্তার, নীরব নার্গিস ফাখরি
অভিনেত্রী নার্গিস ফাখরির বোন গ্রেপ্তার
ভিন্ন লুকে নজর কাড়লেন মিম
নায়িকাদের দুবাই যাওয়া নিয়ে মুখ খুললেন তানহা তাসনিয়া