• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘ফাঁপর’ নিয়ে আসছেন তারা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ জানুয়ারি ২০২৪, ১৮:৫৬

নাট্যনির্মাতা ফরিদুল হাসান সম্প্রতি নির্মাণ করেছেন তারকাবহুল ধারাবাহিক নাটক ‘ফাঁপর’। দুই ফাঁপড়বাজের গল্পে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটিতে কেন্দ্রীয় দুই চরিত্র বদরুল ও মজনু। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আখম হাসান (মজনু) ও যাহের আলভী (মজনু)। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল।

ফরিদুল হাসান জানান, ‘ফাঁপর’ নাটকটির গল্প ঢাকা শহরের একটি মহল্লাকে ঘিরে। যেই মহল্লার কয়েকজন তরুণ-তরুণী নিজেদের বড় করে দেখাতে বিভিন্নভাবে একে অপরের সঙ্গে প্রতিনিয়ত ফাঁপরবাজি করতে থাকে। এখানে কেউ যেন হারতে রাজি না। তারই ফলশ্রুতিতে একটার পর একটা সমস্যার সৃষ্টি হয়। মহল্লার যুবকরা প্রচণ্ড আড্ডাবাজ। সেই আড্ডার যেমন বিষয়বস্তুর কোনো লিমিট থাকে না, ফাঁপরবাজিও থাকে লাগামছাড়া। দিনে দিনে কে কার চাইতে বেশি ফাঁপর দিতে পারে তাই নিয়ে শুরু হয় প্রতিযোগিতা।

নাটকটিতে এমনি দুই ফাঁপরবাজ বদরুল ও মজনু। ফাঁপরবাজিতে এই দুইজন কেউ কারও থেকে কম না। নাটকের শুরুতে বদরুল বিদেশ থেকে আসে পাঁচটা লাগেজ নিয়ে। মহল্লার ছোট ভাইদের জানিয়ে দেয় সে বিদেশ থেকে পাঁচ লাগেজ ভর্তি করে ডলার নিয়ে এসেছে। মহল্লায় তাকে নিয়ে হৈচৈ পড়ে যায়। তরুণরা কারণে-অকারণে তার তোষামদি করতে শুরু করে এবং তরুণীরা এসে তার সঙ্গে ভাব জমায়, প্রেম করতে চায়। বদরুল সেসব উপভোগ করে। মজনু সঙ্গত কারণেই এসবের বিরোধিতা করে।

এদিকে মজনুর প্রেমিকা মিলির বিয়ে হয়ে গেছে অন্য একজনের সঙ্গে। মজনু তার প্রাক্তন প্রেমিকার মনে জ্বালা ধরাতে তাকে দেখিয়ে দেখিয়ে নতুন প্রেমের অভিনয় করে এক তারকার সাথে। কিন্তু এরপরই বাঁধে বিপত্তি। এভাবেই ‘ফাঁপর’ ধারাবাহিক নাটকটি গল্প এগিয়ে যাবে।

এ প্রসঙ্গে পরিচালক ফরিদুল হাসান বলেন, এই সময়ে যারা নাটক দেখে অভ্যস্ত তাদের কথা মাথায় রেখেই ‘ফাঁপড়’ নাটকটি নির্মাণ করা হয়েছে। আশা করি, এই দর্শকদের সঙ্গে অন্যদেরও ভালো লাগবে।

নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল বলেন, ‘ফাঁপর’ নাটকটি সমসাময়িক বিষয় নিয়ে লেখা। যেটাকে আমরা নাটকের ভাষায় ‘ট্রেন্ডি’ বলে থাকি। হাস্যরসাত্নকভাবে গল্প এগিয়ে গেলেও সামাজিক দায়বদ্ধতা থেকে নাটকটিতে কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে, যা দর্শকদের ভালো লাগবে।

আগামী ৯ জানুয়ারি থেকে একটি সরকারি টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন এর নির্মাতা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের নাটকীয়তায় মালদ্বীপকে হারাল বাংলাদেশ
শামীম হাসানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তানিয়া বৃষ্টি
শিল্পকলায় নাটক বন্ধ নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইং
শিল্পকলায় নাটকের প্রদর্শনী বন্ধ, যা বলছেন নাট্যজনরা