• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

অনুমতি ছাড়া শরীর স্পর্শ করা যাবে না : সামিয়া অথৈ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২৪, ১৩:৩৩
সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০১৬ সালে নাচভিত্তিক টেলিভিশন রিয়্যালিটি শো ‘সেরা নাচিয়ে’র মাধ্যমে পরিচিতি পান সামিয়া অথৈ। তবে নিজেকে শুধু নাচেই সীমাবদ্ধ রাখেননি তিনি, থিতু হয়েছেন অভিনয়ে। নাটক থেকে সিনেমা, সবখানেই রয়েছে তার পদচারণা। ক্যারিয়ারে স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননার পাশাপাশি দেশেও পুরস্কৃত হয়েছেন।

কোনো নারীকে স্পর্শ করতে চাইলে অবশ্যই তার অনুমতি নিতে হবে। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী সামিয়া অথৈ। তিনি বলেন, ব্যক্তিজীবনেও আমি মনে করি ‘নো’ মানে ‘না’। কোনো কিছুতে নারী যদি না বলে সেটা মেনে নেওয়া উচিত। সেটা শুধু পর্দাতেই নয়, ব্যক্তিজীবনেও। যদি কোথাও দেখি হ্যারাসমেন্ট, ব্যাড ইনটেনশন, নেগেটিভিটি আমাকে স্পর্শ করার চেষ্টা করে, আমি সেখান থেকে সরে আসি। সবাইকে আমি বলব, তাদের নিজের জায়গায় সতর্ক থাকতে। না মানে না। কখনও কাউকে জোর করে হ্যারাসমেন্ট করা উচিত না।

প্রসঙ্গত, ‘প্রেমপুরাণ’, ‘কাচের দেয়াল’, ‘ইনফিনিটি সিজন-টু’ ওয়েবে ফিল্মে কাজ করেছেন অভিনেত্রী সামিয়া। তাকে দেখা গেছে ‘দামাল’ চলচ্চিত্রেও।

সম্প্রতি ‘মোবারকনামা’ সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন সামিয়া। এই সিরিজের মূল বক্তব্য—অনুমতি ছাড়া স্পর্শ নয়। এর সমর্থনেই সবর হয়েছেন সামিয়া।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর ক্ষেত্রে শরীরের বিনিময়: স্বস্তিকা
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নীলপদ্ম’র প্রিমিয়ার
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গল মাল্টিমিডিয়ার ‘এখানে নোঙর’
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে বিকেলে