ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বছরের শুরুতেই সুখবর দিলেন তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪ , ০৯:০৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই হয়েছেন দর্শকপ্রিয়। নিয়মিত নাটকে কাজ করছেন তিনি। একাধিক ওয়েব ফিল্মেও তাকে দেখা গেছে। কাজ করেছেন কলকাতার সিনেমাতে। অভিনয় জীবনের শুরুতে ফারিণ কাজ করেছিলেন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। নাম ‘ফাতিমা’। ধ্রুব হাসান পরিচালিত সিনেমাটি ফজর চলচ্চিত্র উৎসবের ইষ্টার্ন ভিসতা কমপিটিশন বিভাগে মনোনীত হয়েছে। এটি ফরজ চলচ্চিত্র উৎসবের ৪২তম আসর।

বিজ্ঞাপন

ফারিণ বলেন, ‘ফাতিমা’ আমার নাটকে অভিনয়ে আসারও আগের কাজ। বলা যায় ক্যারিয়ারের শুরুর দিকের। পরিচালক সুখবরটি জানিয়েছেন। তবে এটা আমার জন্য ভীষণ ভালো লাগার খবর।

বিজ্ঞাপন

এদিকে, কয়েক দিনের ছুটি কাটিয়ে শুক্রবার (১২ জানুয়ারি) নতুন বছরে প্রথম নাটকের শুটিং করেন এই অভিনেত্রী। ‘ফাতিমা’ চলচ্চিত্রটি ৬ বছর আগে শুটিং হয়। আগামী ১৮ জানুয়ারি ওটিটিতে মুক্তি পাবে ফারিণ অভিনীত ‘অসময়’ নামের নতুন একটি ওয়েব ফিল্ম। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

ফারিণ অভিনীত কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এ ক পৃথিবী’ সিনেমাটি। এটি পশ্চিমবঙ্গে গত বছরের ২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। আসছে ৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই চলচ্চিত্রে ফারিণ ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |