ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

স্বামীকে নিয়ে গানে ফিরলেন ইভা আরমান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২১ জানুয়ারি ২০২৪ , ০৭:০৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর আবারও গানে ফিরছেন কণ্ঠশিল্পী ইভা আরমান। খুব শিগগির তিনি প্রকাশ করবেন ‘তুমি অনেক দামি’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন এম এম পি রনি। গানটিতে শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন তার স্বামী আরমান। 

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে ইভা বলেন, অনেক দিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলাম। তবে এখন থেকে নিয়মিত গান করবো। ‘তুমি অনেক দামি’ গানের বাইরেও আরও কয়েকটি গানের কাজ হাতে আছে। চলতি বছরে এগুলো প্রকাশ করবো।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০০৪ সালে ইভা গানের জগতে আসেন। তার গাওয়া গানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য-‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’,’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |