• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

এবার ‘রুখে দাঁড়াবেন’ নায়ক কায়েস আরজু

আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২৪, ১৯:১১
সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক কায়েস আরজু। এবার তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন! তবে বাস্তবে নয় সিনেমায়। আগামী ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে ঢালিউডের নায়কের ‘রুখে দাঁড়াও’ শিরোনামের সিনেমাটি। সামাজিক ঘরানায় নির্মিত সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে প্রেম ও সংঘাতের অনবদ্য গল্পে। এতের আরজুর নায়িকা তানহা তাসনিয়া।

মোহনা মুভিজের ব্যানারে নির্মিত ও দেবাশীষ সরকারের কাহিনি সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনায় ছবিটি পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ।

ছবি প্রসঙ্গে আরজু বলেন, মাটির গল্প, কৃষ্টি-কালচারের গল্প ও আমাদের প্রাত্যহিক জীবনে, পরিবারে ও সমাজে ঘটে যাওয়া গল্পের কারণে সিনেমাটি সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে। আমি সিনেমাটির সফলতার ব্যাপারে শতভাগ আশাবাদী।

ছবিটিতে আরও অভিনয় করেছেন আঁখি চৌধুরী, কাজী হায়াৎ, আশিক, নাদের চৌধুরী, সুব্রত, গাংগুয়া প্রমুখ।

এদিকে আরজু অভিনীত আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো হলো—‘মুক্তি’, মেহেদী হাসানের ‘আগুনে পোড়া কান্না’। মির্জা সাখাওয়াত হোসেনের ‘অপুর বসন্ত’ ইত্যাদি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠালো রাজশাহীর অধিনায়ক তাসকিন
বছরের শুরুতেই আরজুর নতুন মিশন
সেঞ্চুরি করার পরদিনই অধিনায়কত্ব হারালেন বিজয়
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নীলপদ্ম’র প্রিমিয়ার