ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

শিষ্যকে বোতলের জন্য জুতাপেটা করলেন রাহাত ফতেহ আলী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৮ জানুয়ারি ২০২৪ , ১২:৫৫ পিএম


loading/img
রাহাত ফতেহ আলী খান

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। যার গানে বুঁদ হয়ে থাকেন শ্রোতা-দর্শকরা। শুধু নিজ দেশেই নয়, বলিউডেও ব্যাপক খ্যাতি রয়েছে তার। এবার এক ন্যক্কারজনক ঘটনায় খবরের শিরোনামে উঠে এলো এই গায়কের নাম।   

বিজ্ঞাপন

শিষ্যকে পিটিয়ে নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল রাহাত। খ্যাতিমান গায়কের এমন কাণ্ডে ক্ষুব্ধ নেটিজেনরা। পাশাপাশি তীব্র সমালোচনাও করছেন রাহাতের।   

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ভিডিওটি শেয়ার করেছেন পাকিস্তানি সাংবাদিক গোলাম আব্বাসি শাহ। আর সেখানেই এমন দৃশ্য দেখা যায়। 

বিজ্ঞাপন

ভিডিওর ক্যাপশনে ওই সাংবাদিক লিখেছেন— ‘বিখ্যাত গায়ক রাহাত ফতেহ আলী তার গৃহকর্মীকে মারধর করছেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই কড়া সমালোচনার মুখে পড়েন রাহাত। নেটিজেনদের অনেকের ভাষ্য— এটা কী ধরনের শাস্তি ভাই! ছি ছি! 

ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে ঘাড়ে চেপে ধরে বেধড়ক মারধর করছেন আরেক ব্যক্তি। এরপর লোকটির মুখে থাপ্পড় মারেন। এর মাঝে মারধর করা ব্যক্তিকে বলতে শোনা যায়, আমার বোতল কোথায়।

বিজ্ঞাপন

রাহাতের ব্যবহার নিয়ে যখন নেটদুনিয়ায় জোর চর্চা চলছে, তখনই নতুন আরেকটি ভিডিও দিয়ে সাফাই গেয়েছেন এই গায়ক।

বিজ্ঞাপন

এই ভিডিওতে তিনি বলেন, ‘এটি ওস্তাদ ও শিষ্যর ব্যক্তিগত বিষয়। সে আমার ছেলের মতো। আমাদের মাঝে ছাত্র-শিক্ষকের সম্পর্ক। সে যদি ভালো কিছু করে, তবে আমি তাকে উজাড় করে ভালোবাসা দিই, আর ভুল করলে শাস্তি দিই।’

ভিডিওতে মারধরের শিকার ওই ব্যক্তিও ছিলেন। রাহাত ফতেহ আলীর পক্ষ নিয়ে তিনি বলেন, ‘তিনি আমার বাবার মতো। তিনি আমাদের অনেক ভালোবাসেন। যারা এই ভিডিও ছড়িয়েছেন, তারা আমার ‍ওস্তাদের মানহানি করার চেষ্টা করছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |