• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

চঞ্চলকে নিয়ে যে মন্তব্য করলেন অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জানুয়ারি ২০২৪, ১৬:১৩
চঞ্চল চৌধুরী ও অঞ্জন দত্ত
চঞ্চল চৌধুরী ও অঞ্জন দত্ত

চঞ্চল চৌধুরী। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক-সিনেমা উপহার দিয়েছেন তিনি। দেশের পাশাপাশি পশ্চিবঙ্গের দর্শকদেরও মন জয় করেছেন এই অভিনেতা। এবার চঞ্চলকে নিয়ে মন্তব্য করলেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক-পরিচালক অঞ্জন দত্ত।

অঞ্জন দত্তের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন চঞ্চল। তার অভিনয়ের ভক্ত অঞ্জন নিজেও। আর এ কারণেই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে চঞ্চলের ভূয়সী প্রশংসা করেছেন এই গায়ক।

অঞ্জন বলেন, চঞ্চল খুবই পাওয়ারফুল একজন অভিনেতা। আমি তার অভিনয়ের ভক্ত। এখন অবশ্য বাংলাদেশে অনেক ভালো এবং শক্তিশালী অভিনেতা আছে।

তিনি আরও বলেন, ‘মনের মানুষ’ সিনেমায় চঞ্চলের অভিনয় দেখার পরে তার সঙ্গে যোগাযোগ করি আমি। তার সঙ্গে আমার সিনেমাতেও কাজ করার কথা ছিল। কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি।

শুধু অঞ্জন দত্ত নয়, পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমাতেও মূল চরিত্র মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল। আর এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মনামী ঘোষকে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার জুরির দায়িত্ব পেলেন বাঁধন
চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা
জানুয়ারিতে ঢাকায় বসছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
সাপের মাথায় স্নেহচুম্বন সৃজিতের, অতঃপর যা ঘটলো...