• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কিয়ারার হাতঘড়ির দাম শুনে অবাক নেটিজেনরা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জানুয়ারি ২০২৪, ১২:৪০
কিয়ারা আদভানি
কিয়ারা আদভানি

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। ভালোবেসে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেত্রী। বর্তমানে কাজ আর সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন কিয়ারা।

বলিউডের অন্য অভিনেত্রীদের মতো কিয়ারাও দারুণ ফ্যাশন সচেতন। ব্যক্তিগত জীবনে বিলাসবহুল জিনিসপত্র ব্যবহার করে থাকেন তিনি। এবার বিলাসবহুল ব্র্যান্ডের ঘড়ি পরে খবরের শিরোনামে উঠে এলেন কিয়ারা।

সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিয়ারা। এদিন কালো রঙের পোশাকের সঙ্গে একটি ব্রেসলেট ঘড়ি পরেন তিনি। পাশাপাশি হালকা মেকাপে লাস্যময়ী রুপেই ক্যামেরায় ধরা দেন কিয়ারা। কিন্তু সবকিছু ছাপিয়ে নেটিজেনদের নজর কেড়েছে এই ঘড়ি।

শুধু তাই নয়, ঘড়ির মূল্য শুনেই অবাক হয়েছেন নেটিজেনরা। সেরপেন্তি স্পিগ ওয়াচটির মূল্য ৪৭ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫১ লাখ ৭২ হাজার টাকার বেশি।

ভারতীয় গণমাধ্যম সূত্র অনুযায়ী, কিয়ারার ঘড়িটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি সেরপেন্তি। ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইট ঘুরে দেখা যায়— বাজারে ঘড়িটি নতুন এনেছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, কিয়ারার এই ঘড়িটি প্রস্তুত করতে ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড এবং হীরা ব্যবহার করা হয়েছে। পানির ৩০ মিটার গভীর পর্যন্ত ঘড়িটি পানি প্রতিরোধী।

প্রসঙ্গত, কিয়ারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সত্য প্রেম কি কথা’। এতে তার বিপরীতে দেখা যায় কার্তিক আরিয়ানকে। সমীর বিদ্যানস পরিচালিত সিনেমাটি গেল বছরের ২৯ জুন মুক্তির পরই ব্যাপক সাড়া ফেলে বক্সঅফিসে। এছাড়া বর্তমানে ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার টু’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন কিয়ারা।

সূত্র : বলিউড শাদিস ডটকম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বলিউডে আসছে নতুন জুটি
৫০০ নৃত্যশিল্পীর পরিবারের পাশে রাম চরণ
পাশে দাঁড়ানোর অনুরোধ কিয়ারার
ঐশ্বরিয়াকে প্লাস্টিক বলার প্রসঙ্গে মুখ খুললেন ইমরান