• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

মাসুদ রানা হয়ে আসছেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ জানুয়ারি ২০২৪, ১৯:৪৪
অনন্ত জলিল
অনন্ত জলিল

এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার বড় পর্দায় মাসুদ রানা হয়ে আসছেন এই অভিনেতা। সিনেমার নাম অপারেশন চিতা।

জানা গেছে, দেশ বরেণ্য লেখক প্রয়াত কাজি আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের ‘অপারেশন চিতা’ এই চলচ্চিত্রটি নির্মাণ করছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ নিজেই।

বুধবার (৩১ জানুয়ারি) রাতে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হবে ‘অপারেশন চিতা’র আনুষ্ঠানিক মহরত। বরাবরের মতোই এই সিনেমাতেও জুটি বাঁধছেন অনন্ত-বর্ষা। মহরতের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিনেমার প্রধান এই দুই অভিনয়শিল্পী।

মূলত মিয়ানমারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে সিনেমাটি। তবে বর্তমান পরিস্থিতিতে দেশটিতে শুটিং করা সম্ভব নয়। তাই শুটিংয়ের জন্য থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামকে বেছে নেওয়া হয়েছে। আগামী মে থেকে শুরু হবে সিনেমার শুটিং। ৩০ টিরও বেশি দেশে বাংলা এবং ইংরেজি ভাষায় মুক্তি পাবে অনন্ত-বর্ষার ‘অপারেশন চিতা’।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ত্রিভুজ’ নিয়ে আশাবাদী ফারিন
প্রেম করার সময় কোথায়: ফারিন
নায়িকা হওয়ার প্রস্তাব ফেরালেন দীপ্তি
আইনি ব্যবস্থা নেবেন পূজা চেরি