• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

শাবনূরের চলচ্চিত্রে ফেরা নিয়ে যে মন্তব্য করলেন রিয়াজ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৫
শাবনূর ও রিয়াজ
শাবনূর ও রিয়াজ

ঢাকাই সিনেমার অন্যতম সফল জুটি বলা হয় শাবনূর ও রিয়াজকে। ক্যারিয়ারে একসঙ্গে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তারা। শুধু তাই নয়, খুব অল্প সময়ে দর্শকদের নজর কাড়েন এই জুটি।

প্রায় ৪০টির বেশি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন শাবনূর-রিয়াজ। ২০১২ সালের পর দুজনই অনিয়মিত হয়ে পড়েন চলচ্চিত্র। ভেঙে যায় দর্শক নন্দিত এই জুটি।

তবে দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে ফেরার ঘোষণা দেন শাবনূর। ইতোমধ্যে ‘রঙ্গনা’ এবং ‘মাতাল হাওয়া’ নামে ছবি দুটিতে অভিনয় করবেন। আলোচনা চলছে আরও দু-একটি সিনেমা নিয়ে।

শাবনূরের এই ‘কামব্যাক’—কে বেশ বাহবা দিচ্ছেন ভক্তরা। পাশাপাশি তার সহকর্মীরাও স্বাগতম জানিয়েছেন এই নায়িকাকে। এবার শাবনূরের চলচ্চিত্রে ফেরার প্রসঙ্গে নিয়ে কথা বলেন চিত্রনায়ক রিয়াজ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এসে নিজের নানান কাজ নিয়ে কথা বলার পাশাপাশি শাবনূরের চলচ্চিত্রে ফেরা নিয়েও মন্তব্য করেন তিনি।

রিয়াজ বলেন, সিনেমা যদি শাবনূরকে করতেই হয় তাহলে সে ভালো কিছু করুক। সবসময় তার জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা রয়েছে। কিছুদিন আগে একটি ঘরোয়া পার্টিতে শাবনূরের সঙ্গে দেখা হয়েছিল, অভিনন্দন জানিয়েছি তাকে।

চিত্রনায়ক আরও বলেন, আমি বলব— শাবনূর যদি সিনেমা করতে চায়, তাহলে এত দিন বিরতিতে থাকার মানে কী ছিল? আসলে অনেক সময় আমরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি। শাবনূর কেন এই সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি জানি না।

বন্ধু হিসেবে শাবনূরের উদ্দেশে রিয়াজের ভাষ্য, যদি সিনেমা করতে চায় তাহলে তার উচিত হবে ২০২৪-এর কনটেন্ট, স্ক্রিপ্ট এবং পরিচালক নির্বাচন করে সিনেমা করা। শাবনূরকে এমনিতেই মানুষ ১০০ বছর মনে রাখবে। তবে সে আবার যে সিনেমা করবে, সেই সিনেমা যেন তাকে পরবর্তী আরও ১০০ বছর বাঁচিয়ে রাখে।

রিয়াজ বলেন, তাকে মনে রাখতে হবে, সে যে সময়টা বিরতি নিয়েছিল, এর মাঝে বাংলাদেশের সিনেমা এবং মিডিয়ায় অনেক কিছুর পরিবর্তন হয়েছে। আগে অনেকেই ছিল, যারা এখন বেঁচে নেই। তাই যদি শাবনূর স্ক্রিপ্ট, ডিরেক্টরসহ পুরো টিম ঠিকঠাকভাবে সিলেক্ট করে আবার সিনেমা করে, তাহলে আমি বলতে চাই, তার সিনেমায় ফিরে আসার সিদ্ধান্ত সঠিক হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন শাবনূর
শাবনূরের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, মুখ খুললেন পূর্ণিমা
আর সংসারী হওয়ার ইচ্ছা নেই: শাবনূর
চব্বিশের গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে সংবিধান প্রণয়নের সুযোগ নেই: আলী রিয়াজ