• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

মিঠুনের অসুস্থতা ছিল ভুয়া!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৮
মিঠুন চক্রবর্তী
মিঠুন চক্রবর্তী

শুটিং সেটে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন মিঠুন চক্রবর্তী। তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তবে তার এই অসুস্থতাকে ভুয়া বললেন অভিনেতার পুত্রবধূ মাদলসা শর্মা।

এর আগে অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে সোহম বলেন, আগের চেয়ে এখন ভালো আছেন মিঠুন। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এদিন সকালে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং চলাকালীন হঠাৎ মিঠুন অসুস্থ হয়ে পড়লে নিজে গাড়ি চালিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান সোহম।

এদিকে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে মিঠুনের অসুস্থতাকে ভুয়া দাবি করেন পুত্রবধূ মাদলসা। তিনি বলেন, বুকে ব্যথা—এসব ভুল কথা। রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

একই সঙ্গে মিঠুনের শারীরিক অবস্থা নিয়ে অভিনেতার বড় ছেলে মিমোহ জানান, তার বাবা সম্পূর্ণ সুস্থ আছেন। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্যই হাসপাতালে নেওয়া হয়েছিল এই অভিনেতাকে।

অন্যদিকে হাসপাতাল সূত্র জানায়, আপাতত মিঠুনের কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ওষুধ দিয়ে অভিনেতাকে সুস্থ করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ডা. সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।

মিঠুনের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার সহকর্মী থেকে শুরু করে ভক্তরাও। তাই সুস্থ হয়ে অভিনেতা যেন দ্রুত শুটিংয়ে ফিরতে পারেন, সেই অপেক্ষাতেই রয়েছেন ‘শাস্ত্রী’র ইউনিট ও মিঠুনের ভক্তরা।

ভারত সরকারের তরফ থেকে এবার ‘পদ্মভূষণ’ পদক পাচ্ছেন মিঠুন। বর্ষীয়ান মারাঠি চলচ্চিত্র নির্মাতা দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত, কিংবদন্তি সুরকার প্যায়ারেলাল শর্মা, প্রখ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপের সঙ্গে তালিকায় নাম আছে মিঠুনেরও।

প্রসঙ্গত, মিঠুন অভিনীত ও নির্মিতব্য ‘শাস্ত্রী’ সিনেমার প্রযোজনায় রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। আর এই সিনেমায় মাধ্যমেই প্রায় ১৬ বছর পর একসঙ্গে পর্দায় দেখা যাবে মিঠুন ও দেবশ্রী রায় জুটিকে। এটি নির্মাণ করছেন পথিকৃৎ বসু। চলতি বছরের পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য, নায়ক মিঠুনের বিরুদ্ধে মামলা
মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দুই মামলা
মারা গেছেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক
‘দাদা সাহেব ফালকে পুরস্কার’ পেয়ে যা বললেন মিঠুন