• ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
logo

মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দুই মামলা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৭ নভেম্বর ২০২৪, ০৯:২৪
মিঠুন চক্রবর্তী

বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় ‘উসকানিমূলক’ মন্তব্য করায় এ মামলা করা হয়।

গত ৪ ও ৬ নভেম্বর কলকাতার বউবাজার ও বিধাননগর দক্ষিণ থানায় দুটি পৃথক মামলা করেছেন দুই তৃণমূল সমর্থক।

মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, গত ২৭ অক্টোবর কলকাতার সল্ট লেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান সভায় যোগ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, এমন উসকানিমূলক বক্তব্য দিয়েছেন অভিনেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র অনুযায়ী, ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর মিঠুন চক্রবর্তী অমিত শাহর সামনেই ওই বক্তব্য দিয়েছিলেন।

এদিকে বউবাজার থানার মামলার আবেদনকারী নাম প্রকাশ্যে না এলেও বিধানগর থানার আবেদনকারীর নাম জানা গেছে। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেছেন সল্ট লেকের সেক্টর ১-এর বাসিন্দা কৌশিক সাহা।

শুধু তাই নয়, সেই বক্তব্যকে সামনে এনে অভিনেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানান তিনি।

যদিও বিজেপির স্থানীয় নেতারা জানান, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বক্তব্যের পাল্টা মন্তব্যে কিছু কথা বলেন মিঠুন চক্রবর্তী।

এবারের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের লোকসভা নির্বাচনী প্রচারে সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, মূলত ওই বিধায়কের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কথা বলেছেন মিঠুন চক্রবর্তী।

আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মারা গেছেন মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ হবে: অমিত শাহ
‘দাদা সাহেব ফালকে পুরস্কার’ পেয়ে যা বললেন মিঠুন
‘ফুটপাত থেকে উঠে এসে এই সম্মান পাবো কল্পনাও করিনি’