• ঢাকা শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাসপাতালে ভর্তি অভিনেত্রী সুজাতা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫২
ফাইল ছবি

বাংলা চলচ্চিত্রের ষাট ও সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী সুজাতা আজিমকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গাজীপুরে তিনি একটি সিনেমার শুটিং করেছেন। সেদিন সন্ধ্যার পর বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সুজাতা আজিমের ফেসবুকে লেখা হয়েছে, ‘সফিপুর গাজীপুর থেকে একটি সিনেমার শুটিং শেষ করে বাসায় ফেরার পথে সাশ্ব কষ্ট বোধ করে বুকে ব্যথা অনুভব করায় তাকে ইমারজেন্সিভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই উনার জন্য দোয়া করবেন।’

জনপ্রিয় নায়িকা সুজাতা উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। চলচ্চিত্র তারকা সুজাতা অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন।

তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় তিন শতাধিক। এর মধ্যে ৫০টিরও বেশি ছবি ফোক ঘরানার। তিনি ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রের জন্য তিনি রাতারাতি তারকা বনে যান। মাত্র ১২ বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি। তার আসল নাম তন্দ্রা মজুমদার। চলচ্চিত্রে অবদান রাখায় বিভিন্ন পুরস্কারের পাশাপাশি তিনি আজীবন সম্মাননা পেয়েছেন। শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য ২০২১ সালে তিনি একুশে পদক পান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসতাপাতালে ভর্তি
এক সপ্তাহে ডেঙ্গুতে ৪৭ জনের মৃত্যু
যে ৮ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি 
বিয়ের ঘোষণা দিয়েই হাসপাতালে জেবা জান্নাত