• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

৬৬৬ তম পর্বে আরটিভি’র ‘স্যান্ডেলিনা এই রাত তোমার আমার’

আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৫

স্বর্ণ যুগের সেরা গান নিয়ে আরটিভি’র নিয়মিত বৈঠকী গানের অনুষ্ঠান ‘স্যান্ডেলিনা এই রাত তোমার আমার’। ২০১৭ সালে প্রচার শুরু হওয়া এই অনুষ্ঠানটির ৬৬৬ তম পর্ব প্রচার হলো শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ।

আনিলা আমীর লামির উপস্থাপনায় এই বিশেষ পর্বটিতে গান পরিবেশন করেন সুমন মজুমদার ও নিপা ভট্টাচার্য্য।

শাহরিয়ার ইসলামের প্রয়োজনায় এবং ইফতেখারুল আলম টিটন এর গ্রন্থণা ও গবেষনায় প্রতি বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৭টা ২৫ মিনিটে আরটিভির পর্দায় নিয়মিত প্রচার হয়ে আসছে অনুষ্ঠানটি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ (৮ জানুয়ারি) যা দেখবেন
আরটিভিতে আজ (৭ জানুয়ারি) যা দেখবেন
আরটিভিতে আজ (৬ জানুয়ারি) যা দেখবেন
আরটিভিতে আজ (৫ জানুয়ারি) যা দেখবেন