• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

এক যুগ পরে ফিরছে সেই ‘আর্ক’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৫
সংগৃহীত
ছবি : সংগৃহীত

নব্বই দশকের শুরুতে যাত্রা শুরু করে ব্যান্ডটি। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে দেশের ব্যান্ড সঙ্গীতে অন্যতম জনপ্রিয় একটি নাম হয়ে দলটি। বলছি শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘আর্ক’র কথা। ব্যান্ডের ভোকালিস্ট হাসান তার ব্যতিক্রমী কণ্ঠের যাদুতে নিজেদের ভিন্ন ও শক্ত অবস্থান তৈরি করেছে ব্যান্ডটি।

জনপ্রিয়তার ধারাবাহিকতা দীর্ঘদিন থাকলেও হঠাৎ যেনো আড়ালে চলে যাজ ‘আর্ক’। দীর্ঘদিন তাদের নতুন কোনো গান শুনেনি শ্রোতারা। সেই সময়টাও প্রায় এক যুগ। তবে ‘আর্ক’ ভক্তদের জন্য সুখবর এবার। নতুন রূপে আবারও ফিরছে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই ব্যান্ডটি।

আসন্ন ঈদ উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে ব্যান্ডটির নতুন গান। শুধু একক গানই নয়, নতুন একটি অ্যালবামেরও প্রস্তুতি নিচ্ছে ‘আর্ক’। এই ঈদেই এলবামটি প্রকাশের খবর পাওয়া যায়। একক গান ও অ্যলবাম প্রকাশ হবে জি সিরিজের ব্যানারে।

‘আর্ক’-এর বর্তমান লাইন আপে রয়েছেন হাসান (ভোকাল), টিংকু এ রহমান (কীবোর্ড), এস আই সুমন (গিটার), নমন (বেজ গিটার), জিমি (ড্রামস) ও নিপু (গিটার)।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের খোয়া যাওয়া অস্ত্র মিলল নদীতে
বৃহস্পতিবার যোদ্ধাদের উদ্দেশে ভাষণ দেবেন হিজবুল্লাহ প্রধান
চাহিদা ও যোগানের ভিত্তিতে দাম নির্ধারণের দাবি ক্যাবের
ভক্তদের জন্য ‘শিরোনামহীন’র নতুন গান