ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ইন্ডিয়ান আইডল নিয়ে অভিযোগের বিরুদ্ধে কড়া জবাব দিলেন শ্রেয়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ১২:৪৩ পিএম


loading/img
রজত শর্মা ও শ্রেয়া ঘোষাল

ভারতের জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। এই শোয়ের মাধ্যমেই অনেক প্রতিভাবান সংগীতশিল্পী উঠে এসেছেন। তবে এই রিয়ালিটি শোর বিরুদ্ধে অভিযোগ কম নয়। অনেকের ভাষ্যমতে, এসব শোর সবকিছুই পূর্বনির্ধারিত।  

বিজ্ঞাপন

শুধু তাই নয়, কোন প্রতিযোগীর গান শুনে বিচারকরা কী বলবেন, সেটাও নাকি ঠিক করে দেন নির্মাতারা। সম্প্রতি ইন্ডিয়ান আইডল নিয়ে এমন অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগের বিরুদ্ধে কড়া জবাব দিলেন শ্রেয়া ঘোষাল।

‘ইন্ডিয়ান আইডল-১৪’র চলমান সিজনে চমক হিসেবে হাজির হয়েছিলেন ‘আপ কি আদালত খ্যাত’ জনপ্রিয় সাংবাদিক রজত শর্মা। অনুষ্ঠানে এসেই বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি। 

বিজ্ঞাপন

প্রতিযোগীদের করুণ কাহিনি, জীবনযুদ্ধ, চোখের পানি দেখিয়ে দর্শক টানার চেষ্টা করা হয়– এসব অভিযোগ তোলেন রজত শর্ম। তিনি সরাসরি জানতে চান, অনেক দর্শকের ধারণা ইন্ডিয়ান আইডলে যা কিছু দেখানো হয় সেটা পূর্বনির্ধারিত, সবটাই টিআরপির জন্য নাটক। 

এমন মন্তব্যে প্রতিবাদের সুরে শ্রেয়া বলেন, আমার কোনো ধারণা নেই দর্শকদের এমনটাও মনে হতে পারে ইন্ডিয়ান আইডলে। যা সংগীতের দিক থেকে বিচার করলে বেশ সমৃদ্ধ। এখানে যতজন প্রতিযোগী আছেন, সবাই সেরাটা দিচ্ছেন, এদের জন্য আমাদের মুখ থেকে যে শব্দ বের হয়, সেটা মোটেও পানি মেশানো নয়। 

গায়িকা আরও বলেন, আমরা সবাই মিলে একটাই জিনিসের সাধনা করি, সেটা সংগীত। আমাদের একটাই উদ্দেশ দর্শকদের সামনে সেরা উপস্থাপনা করা। এখানে যা দেখানো হয় সবটাই সত্যি, এর বাইরে আর কিছু তুলে ধরা হয় না।   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |