বিশাল দাদলানি। পরিচিতির জন্য যেন নামটাই যথেষ্ট। নতুন খবর হলো, বলিউডের এই জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক সম্প্রতি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ থেকে বিদায় নিয়েছেন। আর এর মাধ্যমে সংশ্লিষ্ট শোয়ের সঙ্গে তার ছয় বছরের পথ চলা শেষ হয়েছে।
রোববার (৬ এপ্রিল) ‘ইন্ডিয়ান আইডল সিজন ১৫’ শেষ হওয়ার পর তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ইনস্টাগ্রামে শোয়ের অন্য দুই বিচারক শ্রেয়া ঘোষাল ও বাদশার সঙ্গে একটি ভিডিও শেয়ার করে বিশাল লিখেছেন, আমার পক্ষ থেকে এ পর্যন্তই! টানা ছয় সিজন শেষে আজ রাতটাই ইন্ডিয়ান আইডলের বিচারক হিসেবে আমার শেষ পর্ব।
তিনি আরও লিখেছেন, আমি আশা করি, এই অনুষ্ঠান আমাকে যতটা মিস করবে, আমিও ততটাই মিস করব। শ্রেয়া, বাদশা, আদি, আরাধনা, চিত্রা, আনন্দ জি, সোনাল, প্রতিভা, সাহিল, সালোনি, মুসকান, আবিশা, পুরো প্রযোজনা দল, বিলাস, পাক্য, কৌশিক এবং বছরের পর বছর ধরে সব সহবিচারক, গায়ক ও সংগীতশিল্পীদের ধন্যবাদ।
শো ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশাল দাদলানি বলেন, গত ৬ সিজন ধরে প্রতিবছর শো চলাকালে ৬ মাস করে মুম্বাইয়ে আটকে থাকতে হয়েছে। কোনো শো করার সুযোগ পাইনি। এমনকি নতুন সুর নিয়ে কাজের অবকাশও হয়নি। এবার আমার নিজস্ব কাজে মন দিতে চাই। সুর ও কনসার্টের জগতে ফিরতে চাই।
এদিকে বিশালের এই পোস্টের প্রতিক্রিয়ায় আদিত্য নারায়ণ লিখেছেন, একটি যুগের সমাপ্তি। বড় ভাই, আপনাকে ছাড়া ইন্ডিয়ান আইডল আর কখনও আগের মতো থাকবে না। একসঙ্গে কাটানো সব দুর্দান্ত সময়ের জন্য কৃতজ্ঞ।
প্রসঙ্গত, বিশাল দাদলানি ‘ইন্ডিয়ান আইডল সিজন ১০’ থেকে এই শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া তিনি ‘ওম শান্তি ওম’, ‘আনজানা আনজানি’, ‘দোস্তানা’, ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘ব্যাং ব্যাং’, ‘সুলতান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘ওয়ার’–সহ অনেক বলিউড সিনেমার সংগীতের দায়িত্বে ছিলেন।
আরটিভি/আইএম