• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের ৮১তম জন্মদিন আজ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৯
গাজী মাজহারুল আনোয়ার
গাজী মাজহারুল আনোয়ার

আজকের দিনেই পৃথিবীতে এসেছিলেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এই গীতিকবির ৮১তম জন্মদিন। একাধারে তিনি ছিলেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার।

অসংখ্য কালজয়ী গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। পাশাপাশি প্রায় ৪১টি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই সেখানে গান লিখেছেন। বিবিসির জরিপে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান আছে ৩টি।

১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আলোয়ার। ৬০ বছরের সংগীতজীবনে ২০ হাজারের বেশি গান লিখেছেন তিনি। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই গীতিকার। তার শূন্যতা আজও বহন করে চলেছে বিনোদন অঙ্গন।

১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। ১৯৬৭ সালে প্রথম ‘আয়না ও অবশিষ্ট’ চলচ্চিত্রের জন্য গান লেখেন তিনি।

১৯৬৭ সালে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নান্টু ঘটক’। ১৯৮২ সালে মুক্তি পায় সিনেমাটি।

স্বাধীনতাযুদ্ধে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি স্বর্ণপদক পেয়েছেন। ৫ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া, ২০২১ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে 'যৈবতী কন্যার মন' সিনেমার গানের জন্য সেরা গীতিকার হিসেবে পুরস্কার পান। ২০০২ সালে শিল্পে অসামান্য অবদানের জন্য তাকে একুশে পদকে ভূষিত করা হয়। পরে ২০২১ সালে স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হণ তিনি।

গাজী মাজহারুল আনোয়ারের কালজয়ী গানের তালিকায় রয়েছে— জয় বাংলা বাংলার জয়, আছেন আমার মোক্তার, এক তারা তুই দেশের কথা, গানের কথায় স্বরলিপি লিখে, শুধু গান গেয়ে পরিচয়, এই মন তোমাকে দিলাম, ইশারায় শীষ দিয়ে, চোখের নজর এমনি কইরা, এই মন তোমাকে দিলাম, চলে আমার সাইকেল হাওয়ার বেগে ইত্যাদি।

এছাড়া ‘স্বাক্ষর’, ‘শাস্তি’, ‘শ্রদ্ধা’, ‘ক্ষুধা’, ‘লাল দরিয়া’, ‘জীবনের গল্প’, ‘এই যে দুনিয়া’, ‘পাষানের প্রেম’, ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ আরও বেশকিছু জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন গাজী মাজহারুল আনোয়ার।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবি উপাচার্য বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস স্বর্ণপদকে ভূষিত
চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান
একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুজেয় শ্যাম আর নেই
গাজী মাজহারুল আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ