• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

২৫ বছর পর নতুন চমক নিয়ে বলিউডে প্রত্যাবর্তন জ্যোতিকার (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮
জ্যোতিকা
জ্যোতিকা

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। একসময় পর্দা মাতিয়েছেন বলিউডেও। তবে মাঝে বলিউড থেকে একরকম গায়েবই হয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। দীর্ঘ ২৫ বছর বিরতির পর ফের নতুন চমক নিয়ে বলিউডে প্রত্যাবর্তন করলেন জ্যোতিকা।

শিগগিরই অজয় দেবগন প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘শয়তান’-এ দেখা যাবে জ্যোতিকাকে। সিনেমায় অজয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন বিকাশ বহেল।

মূলত আধিভৌতিক থ্রিলারধর্মী এই সিনেমায় বশীকরণ ও কালো জাদুর মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আর এই সিনেমায় শয়তান হয়ে আসছেন বলিউড অভিনেতা মাধবন। গত ২২ ফেব্রুয়ারি মুম্বাইতে ‘শয়তান’ সিনেমার ট্রেলার মুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হাজির হয়েই সিনেমার নানান প্রসঙ্গ নিয়ে কথা বলেন জ্যোতিকা।

১৯৯৮ সালে ‘ডোলি সাজা কে রাখনা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল জ্যোতিকার। কিন্তু মাঝে বলিউডে থেকে নিজেকে সরিয়ে নিয়ে দক্ষিণী সিনেমায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। দীর্ঘ সময় পর বলিউডে ফিরে এসে রীতিমতো উচ্ছ্বসিত জ্যোতিকা।

এ প্রসঙ্গে জ্যোতিকা বলেন, ২৫ বছর পর বলিউডে কাজ করলাম আমি। দক্ষিণে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছি। তবে বলিউড ফেরার জন্য বিশেষ কিছুর অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই সুযোগটা হলো। আমি মনে করি, ক্যারিয়ারের এই পর্যায়ে দাঁড়িয়ে ভিন্ন ধরনের কাজ করা প্রয়োজন। আর এটা অত্যন্ত চ্যালেঞ্জিং।

অজয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী বলেন, অভিনেতা হিসেবে অজয় অত্যন্ত উদার। আমার কাছে এই সিনেমার জন্য সবচেয়ে বড় চমক ছিলেন অজয়। শুটিংয়ের পুরো সময়টাতে অজয়ের ব্যবহার মুগ্ধ করেছে আমাকে। আমি অনেক অভিনেতার সঙ্গে কাজ করেছি। বিশেষ করে দক্ষিণের প্রায় সব অভিনেতার সঙ্গে কাজ করেছি। দক্ষিণে কেউ আমাকে সিনেমার পোস্টারে সুযোগ দেননি। কিন্তু এখানে সিনেমার পোস্টারে জায়গা পেয়েছি। অজয়কে সামনে থেকে কাজ করতে দেখা অত্যন্ত আনন্দের বিষয়।

মাধবনের সঙ্গে এর আগে একাধিক সিনেমায় কাজ করেছেন জ্যোতিকা। তবে অধিকাংশ সময়ই পর্দায় মাধবনের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে তাকে। কিন্তু ‘শয়তান’ সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যাবে মাধবনকে।

এই অভিনেতার প্রসঙ্গে জ্যোতিকা বলেন, মাধবনের সঙ্গে আগে কাজ করেছি। তবে এই সিনেমায় আমরা অন্যভাবে আসতে চলেছি। তার সঙ্গে আবার কাজ করতে পেরে ভীষণ খুশি আমি।

জানা গেছে, গুজরাটি সিনেয়া ‘বশ’র হিন্দি রিমেক ‘শয়তান’। এই সিনেমায় অজয়ের স্ত্রী ছাড়া দুই সন্তানের মায়ের চরিত্রেও অভিনয় করেছেন জ্যোতিকা। এতে মেয়ের জন্য অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে তাকে।

প্রসঙ্গত, আগামী ৮ মার্চ মুক্তি পাবে অজয়-জ্যোতিকা অভিনীত সিনেমা ‘শয়তান’।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপাকে জ্যোতিকা জ্যোতি, বের করে দিয়েছেন বাড়িওয়ালাও
যে কারণে ক্ষুব্ধ সালমান-জ্যোতি
যে সেতুর সৌন্দর্যে লুকিয়ে আছে শয়তানের ছোঁয়া!
যে কারণে দু-তিন মাস চোখে দেখেননি অজয়