• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

টুইঙ্কেলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ববি দেওলের

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৫
ববি দেওল ও টুইঙ্কেল খান্না
ববি দেওল ও টুইঙ্কেল খান্না

বলিউডের জনপ্রিয় দুই তারকা ববি দেওল ও টুইঙ্কেল খান্না। ক্যারিয়ারে একসঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছে এই জুটি। ১৯৯৫ সালে ‘বারসাত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন টুইঙ্কেল। আর এই সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছিলেন বিপরীতে ববি।

শুটিংয়ের সময়ে টুইঙ্কেলকে দারুণভাবে বিরক্ত করতেন ববি। আর সেই সহকর্মীর বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেতা। ২০০১ সালে ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে সেই গল্প শুনিয়েছিলেন। সম্প্রতি ববির সেই সাক্ষাৎকার ফের আলোচনায় উঠে এসেছে।

স্মৃতিচারণ করে ববি বলেন, শুটিং শুরুর প্রথমদিন থেকে টুইঙ্কেল আর আমার মধ্যে সম্পর্ক মোটেই মসৃণ ছিল না। ছোট ছোট বিষয় নিয়ে তুমুল আশান্তি হতো আমাদের। আমি তো টুইঙ্কেলকে প্রাতক্রিয়া থেকে শুরু করে পাকস্থলী পরিষ্কার রাখার মতো বিষয় নিয়ে কথা বলেও বিরক্ত করেছি। এই কথাগুলো শুনে রীতিমতো খেপে যেত টুইঙ্কেল। কিন্তু আমি এই বিষয়টা খুবই উপভোগ করতাম।

জানা গেছে, শুটিং সেটে কথা বলতে গিয়ে মাঝে মধ্যেই গালিগালাজ করতেন ববি। যা মোটেও পছন্দ করতেন না টুইঙ্কেল। কিন্তু একবার অভিনেত্রীর মুখে গালি শুনে হতবাক হয়ে যান ববি।
সেই ঘটনার বর্ণনা দিয়ে ববি বলেন, সিনেমার প্রিমিয়ারের জন্য আমি ও টুইঙ্কেল একই গাড়িতে যাচ্ছিলাম। আমি বেশ নার্ভাস ছিলাম। আমি নিশ্চিত টুইঙ্কেলও নার্ভাস ছিল। কিন্তু সে সেটা আড়াল করেছিল। যাই হোক, গাড়ি চলছিল, এক পর্যায়ে আমি টুইঙ্কেলের হাতে হাত রাখি।

তবে প্রিমিয়ারের পর টুইঙ্কেলের মুখে অশ্লীল ভাষা শুনেছিলাম আমি। তার মুখে গালিগালাজ শুনে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলাম। অথচ শুটিং সেটে আমি গালি দিলে বিরক্ত হতো টুইঙ্কেল।

প্রসঙ্গত, সর্বশেষ ২০০১ সালে ‘লাভ কে লিয়ে কুচ ভি করেগা’ সিনেমায় দেখা গেছে টুইঙ্কেল। তবে বর্তমানে অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। টুইঙ্কেল খান্না। মূলত অক্ষয় কুমারকে বিয়ে করার পর থেকে সংসারে মনোযোগী হয়েছেন এই অভিনেত্রী। এ দম্পতির দুটি সন্তান রয়েছে।

সূত্র : নিউজ১৮

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩৫ বছর আগে ববির মতো মদের গ্লাস মাথায় নিয়ে নেচেছেন রেখা
ছেলে-মেয়েকে পালিয়ে বিয়ে করার পরামর্শ দিলেন অভিনেত্রী
নায়িকার মুখে গন্ধ থাকায় রোমান্স করতে গিয়ে বিপত্তিতে ববি
ববিকে জড়িয়ে ধরে নারী ভক্তের চুমু (ভিডিও)