ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অষ্টম থিয়েটার অলিম্পিক’। ভারতের বিভিন্ন শহরে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত টানা ৫০ দিন ধরে চলবে বিশ্ব নাটকের এই বড় আসর।
এই উৎসবে বাংলাদেশের বেশ কয়েকটি নাটক আমন্ত্রণ পেয়েছে বলে আরটিভি অনলাইনকে জানান নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
তিনি বলেন, আমি যতটুকু জেনেছি বাংলাদেশ থেকে কয়েকটি নাটক আমন্ত্রণ পেয়েছে। এর মধ্যে রয়েছে থিয়েটারের নাটক বারামখানা, থিয়েটার আর্ট ইউনিটের নাটক মর্ষকাম, ফেইমের নাটক ক্যালিগুলা, বিবর্তন’র(যশোর) নাটক মাতব্রিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ‘ফেইড্রা’। এর বাইরেও কয়েকটি নাটক আমন্ত্রণ পেয়েছে বলে শুনেছি।
নাট্যনির্দেশক ও অভিনেতা অনন্ত হিরা আরটিভি অনলাইনকে বলেন, থিয়েটার অলিম্পিকে প্রাঙ্গণেমোর’র নাটক ঈর্ষা আমন্ত্রণ পেয়েছে।
এছাড়া একটি সূত্র থেকে জানা গেছে, প্রাচ্যনাটের নাটক কিনু কাহারের থেটার এবং সুবচনের নাটক মহাজনের নাও এই উৎসবে আমন্ত্রণ পেয়েছে।
থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী আরটিভি অনলাইনকে বলেন, থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক 'মর্ষকাম' এনএসডি’তে অনুষ্ঠিতব্য ৮ম থিয়েটার অলিম্পিকে আমন্ত্রিত হয়েছে।
এবারের থিয়েটার অলিম্পিকে মঞ্চস্থ হবে পৃথিবীর সেরা পাঁচশটি নাটক। ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রদেশের শহরে নাটকগুলো প্রদর্শিত হবে। এছাড়াও থাকছে ২৭টি এ্যাম্বিয়েন্স পারফরম্যান্স।
প্রতিবার থিয়েটার অলিম্পিকে একটি মূল ভাবনা নির্বাচিত করা হয়, যা এই সুবিশাল থিয়েটার উৎসবের চারিত্রিক বৈশিষ্ট্যকে পৃথকভাবে চিহ্নিত করে।
১৯৯৩ সালে প্রথম থিয়েটার অলিম্পিকের মূল ভাবনা ছিল ‘ট্রাজেডি’। ২০১৮ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ‘অষ্টম থিয়েটার অলিম্পিক’র থিম ‘ফ্ল্যাগ অব ফ্রেন্ডশিপ’।
পিআর