• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

৬ বছরের ছোট প্রেমিকের সঙ্গে আংটি বদল নিয়ে মুখ খুললেন সোহিনী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২৪, ১২:৪৩
সোহিনী সরকার ও শোভন গাঙ্গুলি
সোহিনী সরকার ও শোভন গাঙ্গুলি

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। অভিনেতা রণজয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। ছয় বছরের ছোট এই গায়কের সঙ্গেই নাকি আংটি বদল করেছেন সোহিনী। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

ভালোবাসার কাছে বয়স যেন কোনো বাধা নয়। সেটা আরও একবার প্রমাণ করলেন সোহিনী। ছয় বছরের ছোট প্রেমিকের গলাতেই মালা দিতে চলেছেন এই অভিনেত্রী। টলিপাড়ার গুঞ্জন রয়েছে, সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন সোহিনী-শোভন।

যদিও এখন পর্যন্ত তাদের সম্পর্কের কথা মুখে স্বীকার করেননি শোভন-সোহিনী। বাগদানের গুঞ্জন চাউর হলে নীরব ছিলেন দুজনেই। যদিও পরে শোভন বিষয়টি অস্বীকার করেন। এবার ভারতীয় গণমাধ্যমে বাগদান-বিয়ে নিয়ে কথা বলেন সোহিনী।

গায়ক শোভনের সঙ্গে বাগদানের বিষয়ে সোহিনী সরকার ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, আমার অনামিকায় কোনো আংটি দেখা যাচ্ছে না তো! আসলে বিষয়টি হঠাৎ এটা রটে যাওয়ার পর আমার মা ফোন করে জানতে চান, সত্যিটা কী।

এ সময় অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, শোভনকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে কি না? জবাবে সোহিনী বলেন, চারপাশে অনেক বিয়ে হচ্ছে। তবে আমার মনে হয়, বিয়ে দেখে বিয়ে করে নেওয়া সাংঘাতিক ব্যাপার। আমি ঈশ্বরে বিশ্বাসী। নিশ্চয়ই ভালো কিছু হবে। বেশির ভাগ সময় আমরা ভাবি যে, আমরা একা একাই সব করছি। কিন্তু আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা করাই থাকে, আমরা শুধু বাস্তবায়ন করি।

২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী। ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ সিরিয়ালে অভিনয় করে নজর কাড়েন তিনি। ২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান সোহিনী।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবনের নতুন অধ্যায়ে সোহিনী
সোহিনী সরকারের বিয়ের তারিখ ঘোষণা
অভিনেত্রী সোহিনীর বিয়ে, পাত্র কে?
ওই ঘটনার পর সারারাত ঘুমাতে পারিনি: সোহিনী সরকার