• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

‘অবৈধ ব্যক্তির অবৈধ সিদ্ধান্তে বিচলিত নই’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মার্চ ২০২৪, ১৬:২০
জায়েদ খান
জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করেছে সংগঠনটির বর্তমান কমিটি। এ কারণে আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না তিনি। এবারের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জায়েদ। পাশাপাশি সমিতির সাধারণ সম্পাদক নিপুণকেও রীতিমতো ধুয়ে দিয়েছেন এই অভিনেতা।

শুধু তাই নয়, একে অপরকে পাল্টাপাল্টি জবাবও দিচ্ছেন জায়েদ-নিপুণ। এছাড়া তার সদস্যপদ বাতিলকে অবৈধ বলে প্রতিবাদও করেছেন জায়েদ। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি। এসময় চিত্রনায়ক বলেন, অবৈধ ব্যক্তির অবৈধ সিদ্ধান্তে মোটেও বিচলিত নন জায়েদ।

জায়েদ বলেন, আমি সমিতিকে নিয়ে কোনো বাজে মন্তব্য করিনি। আমি ব্যক্তি নিপুণকে বলেছি। এখনও বলছি— তিনি একজন নির্লজ্জ মানুষ। পরাজিত হয়েও এত দিন সাধারণ সম্পাদকের পদ দখল করে ছিলেন। এ কারণেই আমি তার বিরুদ্ধে বলেছি। এটি সমিতির গঠনতন্ত্রের মধ্যে পড়ে না।

তিনি আরও বলেন, আমার সদস্যপদ বাতিলের জন্য মাত্র একটি চিঠি দিয়েছে সমিতি। সেটিও অবৈধ মনে করি। কারণ চিঠিটিও নিপুণ স্বাক্ষরিত ছিল। যিনি নির্বাচিতই নয়, সে আমাকে চিঠি দিতে পারেন না। তাছাড়া, এই পদের মামলা এখনও সুপ্রিম কোর্টে ঝুলে আছে। তারপরও আমি চিঠির উত্তর দিয়েছি। আমার চিঠি পাওয়ার পর চূড়ান্ত বাতিলের সিদ্ধান্ত নিতে আরও দুটি চিঠি সমিতির আমাকে দিতে হবে। কিন্তু কোনো চিঠি দেয়নি।

জায়েদ বলে, শুনেছি— পিকনিকে ইসি কমিটির সিদ্ধান্তের লিখিত চিঠি পাঠ করেই নাকি আমার সদস্য বাতিল করে দিয়েছে। কিন্তু সেখানে সাধারণ সদস্যদের হাত তুলে মতামত লাগে। সেটিও তো দেখলাম না। বড় কথা, পিকনিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে এভাবে দ্বিবার্ষিক সভা করা আগে সমিতির কোনো কমিটির বেলায় দেখিনি। পুরো প্রক্রিয়াটিই অবৈধ।

এর আগে পরপর দুইবার সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন জায়েদ। কিন্তু এখন শিল্পী সমিতির সদস্যপদই বাতিল,। এমনকি ভোটও প্রয়োগ করতে পারবে না।

এসময় জায়েদের কাছে জানতে চাওয়া হয়, বিষয়টি তার কাছে খারাপ লাগছে কি না? জবাবে চিত্রনায়ক বলেন, খারাপ লাগার কিছু নেই। আমি সদস্যদের ভোটে নির্বাচিত হয়েও পদে বসতে পারিনি, এর চাইতে তো খারাপের কিছু হতে পারে না। অবৈধ ব্যক্তির অবৈধ সিদ্ধান্তে আমি বিচলিত নই।

এদিকে সদস্যপদ বাতিল নিয়ে জায়েদ খানের করা অভিযোগ প্রসঙ্গে কথা বলার পাশাপাশি জায়েদের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ তুলেছেন নিপুণ। চিত্রনায়িকা বলেন, আমি তো সমিতির সাধারণ সম্পাদক। সমিতিকে জড়িয়ে কুরুচিপূর্ণ ভাষায় আমার বিরুদ্ধে একাধিকবার বক্তব্য দিয়েছেন জায়েদ।

তিনি বলেন, এভাবে প্রকাশ্যে মিডিয়ার সামনে আমাকে নিয়ে বলাতে সামাজিকভাবে আমার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। আমার কাছে সব তথ্যই সংগ্রহ আছে। তার বিরুদ্ধে যা যা করা হয়েছে, সমিতির গঠনতন্ত্র অনুযায়ীই করা হয়েছে। এর বেশি আর কিছু বলতে চাই না।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্দা নামল ১৭ তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের
সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম হয়ে ভারতের কারাগারে, বর্ণনা দিলেন সুখরঞ্জন
সূর্যের কাছাকাছি পৌঁছে ইতিহাস সৃষ্টি নাসার 
নাশকতাকারীরা দেশপ্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা