ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

নিজের শক্তির উৎসের কথা জানালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ মার্চ ২০২৪ , ০৬:৫০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

একজন নারী তার পরিপূর্ণ অধিকার আদায়ের দাবিতে দীর্ঘকাল ধরে যে আন্দোলন চালিয়ে আসছে, তারই সম্মানস্বরূপ প্রতিবছর বিশ্বজুড়ে ৮ মার্চ নারী দিবস পালন করা হয়। এক শতাব্দী ধরে দিনটি পালিত হচ্ছে বিশ্বজুড়ে। শুরুতে পশ্চিমা দেশগুলোতে হলেও আজকাল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশের মতো বাংলাদেশে নারীরাও এ দিন উদযাপন করে থাকেন বেশ আয়োজন করে।

বিজ্ঞাপন

দিনটি বিভিন্ন শ্রেণির নারীর মধ্যে আলাদা অনুভূতি  সৃষ্টি করে। বিনোদন অঙ্গনের নারীরাও এর বাইরে না। অপু বিশ্বাসও রয়েছেন সেই তালিকায়। এদিন সামাজিক মাধ্যমে অপু জানালেন আর শক্তির উৎস। শুক্রবার (৮ মার্চ)  নিজের ফেসবুকে অপু লিখেছেন, আমি নারী। আর এটাই আমার শক্তি। পরিশ্রম আর সততা দিয়ে নারী শক্তিকে নিয়ে যেতে চাই আন্তর্জাতিক অঙ্গনে। কোনোকিছুর সঙ্গে আপস না করে আমার এই  হার না মানা গল্প চলতে থাকুক আপনাদের কাছে। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সম্প্রতি অপু বিশ্বাস  মুক্তিপ্রাপ্ত ছবি দুটি হচ্ছে ‘ট্র্যাপ’ও ‘ছায়াবৃক্ষ’। ‘ট্র্যাপ’ সিনেমায় তার বিপরীতে ছিলেন জয় চৌধুরী। অন্যদিকে ‘ছায়াবৃক্ষ’ ছবিতে অপুর বিপরীতে ছিলেন নিরব হোসাইন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |