• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ছেলেকে সঙ্গে নিয়ে যে ইচ্ছা পূরণ করতে চান পরীমণি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ মার্চ ২০২৪, ০৯:২৪
পরীমণি ও রাজ্য
পরীমণি ও রাজ্য

স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমণির দুনিয়া এখন একমাত্র সন্তান রাজ্য। বলা যায়, রাজ্যকে ঘিরেই তার সব। সময় সুযোগ পেলেই ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন এই নায়িকা।

শুধু তাই নয়, প্রায় সময়ই ছেলের সঙ্গে নানান খুনসুটিতে মেতে ওঠেন পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গেও সেসব শেয়ার করতেও ভোলেন না এই নায়িকা। এবার ছেলেকে নিয়ে আকাশ ছোঁয়ার ইচ্ছের কথা জানালেন পরীমণি।

সোমবার (১১ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন পরীমণি। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন— আমরা একদিন আকাশ ছোঁব দেখো। সকলের সৎ উদ্দেশ সফল হোক। রমজান মোবারক। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজি।

ওই ছবিতে দেখা যায়— বালুতে মোড়ানো একটি মাঠের ওপর চেয়ারে বসে আছে রাজ্য ও পরীমণি। দুজনেই হাত তুলে তাকিয়ে আছেন আকাশের দিকে।

ছবিটি পোস্ট করা মাত্রই ৫৮ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছেন নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে পরীমণির কমেন্টস বক্সে। একজন লিখেছে, রমজান মোবারক পদ্মরানি। অভিনেত্রীর এক ভক্ত লেখেন, মা ছেলের ভালোবাসা এভাবেই সারাজীবন অটুট থাকুক। ভালোবাসা নিও স্নেহের পরী।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। ২০২৩ সালের সেপ্টেম্বরে ভেঙে যায় তাদের ঘর।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীকে সম্পৃক্ত করতে না পারায় নৈরাজ্য বাড়ছে
সড়কের নৈরাজ্যে পলিটিক্যাল প্রভাব জড়িত: নাহিদ ইসলাম
‘ফেলুবক্সী’-তে পরীমণির লুকে চমক