ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আরবাজের সঙ্গে ডিভোর্সের কারণ জানালেন মালাইকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ , ১০:২৭ এএম


loading/img
আরবাজ খান ও মালাইকা অরোরা

বলিউডের সাবেক তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা অরোরা। ভালোবেসেই ঘর বেঁধেছিলেন দুজন। কিন্তু ভেঙে যায় তাদের সেই সংসার। ২০১৬ সালে ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন আরবাজ-মালাইকা। এবার ডিভোর্সের কারণ জানালেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের পুরোনো বিবাহিত জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন মালাইকা। এ সময় অভিনেত্রী জানান, তাদের একমাত্র ছেলে আরহান খানের ভালোর জন্যই ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে।  

মালাইকা বলেন, আমি যে পরিবেশে বড় হয়েছি— সেখানে আমাকে বলা হয়েছিল জীবনকে উপভোগ করতে, বেশি লোকের সঙ্গে মিশতে এবং তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে। তারপরও জানি না আমার মাথায় কী ঢুকেছিল, আমি ২২-২৩ বছরে বিয়ে করতে চেয়েছি। কেউ আমাকে জোর করেনি।   

বিজ্ঞাপন

তিনি বলেন, যখন আমি ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন আমি অনুভব করেছি আমার সন্তানকে আরও ভালো করে বড় করার জন্য আমাদের ডিভোর্সটা দরকার। আমি বিশ্বাস করি তুমি তোমার আশপাশের মানুষদের তখনই ভালো রাখতে পারবে, যখন নিজে ভালো থাকবে। 

আরবাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্যাপক কটাক্ষের মুখে পড়েছিলেন মালাইকা। রীতিমতো সামাজিকভাবে শিকার হন তিনি। এমনকি খোরপোশ নিয়েও নানান ধরনের কথা শুনতে হয়েছে মালাইকাকে। অনেকের ধারণা— ডিভোর্সের সময় অনেক টাকার খোরপোশ নিয়েছেন এই অভিনেত্রী। আর সেটা দিয়েই নিজের বিলাসী জীবনযাপন করেন। 

শুধু ডিভোর্সই নয়, আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জোড়ানোর কারণেই সমালোচনার মুখ পড়েন মালাইকা। তবে অভিনেত্রীর সেই সম্পর্কও ভেঙে গেছে। বর্তমানে দ্বিতীয় বিয়ে করে ফের সংসার জীবনে পা রেখেছেন আরবাজ। তবে তিনি জীবনের নতুন ইনিংস শুরু করলেও অনেকটাই নিঃসঙ্গ মালাইকা।

বিজ্ঞাপন

সূত্র : হিন্দুস্তান টাইমস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |