ভারতে ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বাংলাদেশের তিন তারকা
ভারতের কলকাতায় অনুষ্ঠিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসরে পুরস্কার জিতেছেন তিন বাংলাদেশি তারকা। অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও অভিনেতা সোহেল মন্ডল টালিউডের এ পুরষ্কার জিতেছেন।
শুক্রবার (২৯ মার্চ) ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের পুরস্কিত করতে কলকাতার আইটিসি রয়েল বেঙ্গলে বসেছিল এ আসর।
জানা গেছে, এই আসরে দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান। এর মধ্যে কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া। ‘আরও এক পৃথিবী’ সিনেমা জন্য তাসনিয়া ফারিণ সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। আর ‘জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল।
জয়, ফারিণ ও সোহেল ছাড়াও অভিনেত্রী অপি করিম ও সংগীতশিল্পী মাহতাম সাকিব ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এ মনোনয়ন পেয়েছিলেন। সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অপি করিম। অন্যদিকে, চিনি ২’ সিনেমায় গাওয়া ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য মনোনয়ন পেয়েছিলেন মাহতাম।
মন্তব্য করুন