• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

যে কারণে নিপুণের বিপরীতে লড়ার সিদ্ধান্ত নিলেন সেই শ্রাবণ

আরটিভি নিউজ

  ৩১ মার্চ ২০২৪, ১৬:২২

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়েছিল চিত্রনায়ক শ্রাবণ শাহকে। ভোটার তালিকায় নিজের নাম না দেখে এই অভিনেতা জানান, আমি নিয়মিত সমিতির চাঁদা পরিশোধ করেছি, তবুও তালিকায় আমার নাম না দেখে হতাশ হই। এরপর নির্বাচন কমিশন বরাবর আপিল করে অবশেষে ভোটার অধিকার ফিরে পান শ্রাবণ।

নিজের অধিকার ফিরে পেয়ে নিপুণের বিপরীতে সাধারণ সম্পাদক পদে লড়ার ঘোষণা দিলেন তিনি। রোববার (৩১ মার্চ) মনোয়ন ফরম কিনে এমন ঘোষণা দেন শ্রাবণ।

এ সময় তিনি বলেন, আমি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু আমার সাথে যখন নোংরামি হয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করব। লড়ার মতো লড়াতে চাই। সবাই পাশে থাকবেন।

প্রসঙ্গত, শ্রাবণ পরীমণির সঙ্গে আপন মানুষ চলচ্চিত্র করে আলোচনায় আসেন। সর্বশেষ কাজী হায়াতের মুক্তিযুদ্ধভিত্তিক জয় বাংলাতে অভিনয় করেন।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপদে নায়িকাদের একমাত্র ভরসা ছিলেন ডিবি হারুন!
নির্বাচনে নিপুণকে জয়ী করতে শেখ সেলিমের ১৭ বার ফোন
মহাত্মা গান্ধী বেঁচে থাকলে, এদের সম্মান করতেন: আশফাক নিপুণ
এবার নিপুণের বিরুদ্ধে ‘জালিয়াতির’ অভিযোগ