• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

ঝড়ের কবলে বিমান, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন তাসরিফ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ মার্চ ২০২৪, ১৬:৩০

নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সামাজিকমাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন গায়ক তাসরিফ খান। এবার তিনি জানালেন এই ভয়ংকর অভিজ্ঞতার কথা। বিমানে থাকাকালীন ঝড়ের কবলে পড়েছিলেন এ গায়ক। সৈয়দপুর থেকে ঢাকা ফেরার সময় শনিবার (৩০ মার্চ) রাতে ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে লিখেছেন তাসরিফ।

তিনি লিখেছেন, ‘প্লেনে বিশাল বড় ঝড়ের কবলে পড়েছিলাম আজ! পঞ্চগড় থেকে সৈয়দপুর হয়ে ঢাকা ফেরার সময় রাত ৯টার ফ্লাইটে আমরা ঝড়ের কবলে পড়ি। মাত্র ৪-৫ সেকেন্ডে প্লেনটা বড় দুইটা ঝাঁকি খেয়ে ৪৫০০ ফিট নিচে নেমে যায়। যাত্রীরা অনেকেই কান্নাকাটি করেছেন এবং অনেকেই কালিমা পাঠ করেছেন, কেউ কেউ সূরা পাঠ করছিলেন। আল্লাহর দয়া এবং পাইলটের দক্ষতার কারণে শেষ রক্ষা হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘প্লেনে যারা চলাচল করেন, দয়া করে আবহাওয়ার আপডেট চেক করে ফ্লাইট সিলেক্ট করবেন। দুর্বল হার্টের মানুষ কেউ প্লেনে থাকলে আজকে অনেক বড় বিপদ হতে পারতো। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক!’

শুধু কণ্ঠ দিয়েই মানুষের মন জয় করেননি তাসরিফ। একটি মানবিক হৃদয় রয়েছে তার। ফলস্বরূপ মানবতা দিয়েও মন জয় করে নিয়েছেন অনুরাগীদের। মাঝে মাঝেই তাকে বিপদগ্রস্ত ও দুস্থদের পাশে দাঁড়াতে দেখ যায়।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ করল বিমান
স্বৈরাচারের পতন না হলে আয়নাঘরে থাকতাম: তাসরিফ খান
বিমানের নতুন এমডি সাফিকুর রহমান
ভারতে বিমান মহড়ায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করল বাংলাদেশ