• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

অন্যের ভালো লাগবে বলে জামা পরি : অপরাজিতা

বিনোদন ডেস্ক

  ০৭ এপ্রিল ২০২৪, ১৯:৫১
ছবি : সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ সাহসী এই অভিনেত্রী। সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন আনন্দবাজার পত্রিকার। সেখানে কথা বলেন নানান বিষয়ে।

এক প্রশ্নের জবাবে অপরাজিতা বলেন, আমার মনে হয়, কে কী ভাবে শাড়ি পরবেন, সেটা তার ব্যক্তিত্বের ওপর নির্ভর করে। আমার খুব ভাল চেহারা, আমি চাই মানুষের প্রশংসার তীব্রতা আমাকে আকর্ষণ করুক। তার চোখে দারুণ দেখতে লাগছে। কেউ যদি লো কাট ব্লাউজের সঙ্গে শিফন শাড়ি পরেন, তিনি যদি আত্মবিশ্বাসী হন, তাহলে পরবেন।

তিনি আরও বলেন, আমরা তো নিজের জন্য জামাকাপড় পরি না, অন্যের আমাকে ভালো লাগবে বলে পরি। মানুষ যদি শুধু নিজের জন্য জামাকাপড় পরত, তাহলে তো ম্যাক্সি পরেই কেটে যেত। কিন্তু আমার ব্যক্তিগত মত, আমি নিজে এমন পোশাক পরব যা সর্বজনগ্রাহ্য। পোশাকের মাধ্যমে কোনো ব্যক্তি কী ধরনের বার্তা দিতে চাইছেন, সেটা তার মানসিকতার ওপর নির্ভর করে।

অভিনেত্রীর এমন মন্তব্যে নেটিজেনরা মেতেছেন নানা কথায়, নানা সমালোচনায়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোটা শরীর অবশ হয়ে গেছে: অপরাজিতা আঢ্য