• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

‘ছেলেবেলার সঙ্গে এখনকার ঈদের বিস্তর ফারাক’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ এপ্রিল ২০২৪, ১৪:৫৭
সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর মাত্র কয়েক দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। এই বিশেষ দিনকে কেন্দ্র করে সবাই করছেন নানা পরিকল্পনা। সেই কাতারে আছেন শোবিজ তারকারাও। এপার বাংলা-ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কাজের ব্যস্ততায় ঈদ নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই তার।

আরটিভির সঙ্গে আলাপ হলে তিনি বলেন, ঈদ ঢাকাতেই করছি। তবে বিশেষ কোনো পরিকল্পনা নেই। বরাবারের মতোই কাটবে। বাসাতেই থাকবো, একটা সময় ঘুমাবো। এরপর উঠে ফাঁকা ঢাকায় ঘুরতে বের হবো।

শৈশবের ঈদের স্মৃতিচারণ করে এই অভিনেতা বলেন, ছেলেবেলার সঙ্গে এখনকার ঈদের বিস্তর ফারাক। কারণ, ছেলেবেলার সবকিছুই সুন্দর। তখন মাথার ভেতর কোনো দায়িত্ব থাকতো না, টেনশন থাকতো না।

প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরে আরটিভি ও বিভিন্ন ইউটিউব চ্যানেলে মোশাররফ করিম অভিনীত একাধিক নাটক প্রচারিত হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার
ভারতের নির্দেশেই সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: মাসুদ সাঈদী
শহীদ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে
নতুন নোটে জুলাই বিপ্লবের গ্রাফিতির অনুমোদন, বাজারে আসবে যখন