• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

মায়ের ইচ্ছাতেই সিঙ্গাপুরে ঈদের ছুটি কাটাচ্ছেন মিম

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১১ এপ্রিল ২০২৪, ১২:৪২
বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম

প্রতি বছরই ঈদের আনন্দে মেতে ওঠেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এবারও তার ব্যতিক্রম নয়। তাই তো ঈদের ছুটি কাটাতে পরিবার নিয়ে সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ভ্রমণ করতে সবসময়ই ভালো লাগে আমার। সুযোগ পেলেই পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে বের হয়ে যাই। তাছাড়া যে কো নো উৎসবে পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে বেশি ভালো লাগে। প্রথমবারের মতো এবার আমরা পরিবারসহ সিঙ্গাপুরে ঈদ করতে যাচ্ছি।

মায়ের ইচ্ছেতেই সিঙ্গপুরে গেছেন জানিয়ে মিম বলেন, মায়ের ইচ্ছাতেই সিঙ্গপুরে ঈদের ছুটি কাটানোর প্ল্যান করা হয়েছে। কারণ আমার মা-বাবাই আমার পৃথিবী। তাদের ইচ্ছেপূরণে আমি সর্বোচ্চ করার চেষ্টা করি।

তাই তারা যখন যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন সফরটি যেন আনন্দময় ও নিরাপদ হয়।

জানা গেছে, এবার পরিবারের মোট ১১ জন সদস্যকে নিয়ে সিঙ্গাপুরে গিয়েছেন মিম। মূলত ছুটির সময়টা পরিবারের সঙ্গে একান্তে কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে ফিরেই সুখবর দিলেন মিম
চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
নিউইয়র্কে স্বামীর সঙ্গে অবকাশ যাপনে মিম
সেইলরে একসঙ্গে সিয়াম-মিম