আতিফের সঙ্গে যে কথা হলো সাদিয়া আয়মানের
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম সম্প্রতি এসেছিলেন বাংলাদেশে। গান গেয়ে মাতিয়েছেন ঢাকার মঞ্চ। সেই কনসার্টে সাধারণ ভক্তের পাশাপাশি অংশ নিয়েছিলেন দেশের অনেক তারকাও। তাদের মধ্যে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।
শুক্রবার (১৯ এপ্রিল) অনেক আতিফভক্তের পাশাপাশি তিনিও এসেছিলেন সরাসরি এই শিল্পীর গান শোনার জন্য। সেখানে এক ফাঁকে আতিফের সঙ্গে সেলফি তোলেন সাদিয়া। যা তিনি পোস্ট করেছেন নিজের ফেসবুকে অ্যাকাউন্টে।
বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা হয় সাদিয়া আয়মানের । তিনি বলেন, অনেকদিন ধরেই ইচ্ছা ছিল সরাসরি আতিফ আসলামের কনসার্টে যাওয়ার। তাই গিয়েছিলাম। সেখানে খুব অল্প সময়ের জন্য তার সঙ্গে কথা বলা ও ছবি তোলার সুযোগ হয় আমার।
কী কথা হয় আতিফের সঙ্গে জানতে চাইলে ‘কাজলরেখা’খ্যাত এই অভিনেত্রী বলেন, আমাদের এক-দুইজনের সুযোগ হয়েছিল গ্রিনরুমে যাওয়ার। তবে সেভাবে কথা হয়নি। শুধু তাকে বলেছিলাম, আপনার গান আমার খুব ভালো লাগে। আমি কি একটা সেলফি তুলতে পারি? এরপর ছবি তোলা হলো।
সাদিয়া আরও বলেন, আতিফ আসলাম খুবই বিনয়ী মানুষ। সবমিলিয়ে বলতে গেলে আমার দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে।
মন্তব্য করুন